বন্দে ভারত এক্সপ্রেসে মঙ্গলবার পাথর ছোড়ার ঘটনায় বিহারের কিশনগঞ্জ থেকে গ্রেফতার ৩ নাবালক। কিশনগঞ্জের পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে। কাটিহারের জুভেনাইল আদালতে তাদের হাজির করানো হয় তিন অভিযুক্তকে।
বৃহস্পতিবার পূর্ব রেল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে জানিয়েছে, বাংলা নয়, বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে। চিহ্নিত করা হয় চার অভিযুক্তকেও। পরে রেলের কাটিহার শাখার তরফে জানা যায়, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় প্রথমে ৪ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়। এক জন পালিয়ে গিয়েছে বলেই দাবি রেল সূত্রে। ধৃতেরা সকলেই কিশনগঞ্জের বাসিন্দা। বয়স পনেরোর মধ্যে। কিশনগঞ্জের পুলিশ সূত্রে খবর, ধৃতেরা জেরায় জানিয়েছে, ‘মজা করার’ জন্যই ট্রেনে পাথর ছুড়েছিল তারা।
বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর সোমবার এবং মঙ্গলবার পর পর দু’দিন ওই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তবে বৃহস্পতিবার যাদের চিহ্নিত করা হয়েছে, তারা মঙ্গলবার বন্দে ভারতে পাথর ছুড়েছিল বলে জানিয়েছেন শিলিগুড়ি জিআরপির এসপি এস সেলভামুরুগান। তিনি জানান, সোমবারের ঘটনায় এখনও কাউকে চিহ্নিত করা যায়নি।