জমজমাট শীতে কাঁপছে লখনউ, কানপুর-সহ গোটা উত্তর ভারত। মঙ্গলবার সকালে উত্তর ভারতের প্রায় সমস্ত শহরেই নীচের দিকে ছিল তাপমাত্রার পারদ, একইসঙ্গে কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত হয়েছে। কানপুরে এদিন সকালে তাপমাত্রার পারদ নেমে ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। লখনউতে নিম্নমুখী ছিল তাপমাত্রার পারদ। শীতে কাবু হয়েছে নয়ডাও।
মঙ্গলবার সকালে কানপুর শহরকে গ্রাস করে ঘন কুয়াশা, শরীর উষ্ণ রাখতে আগুনের কাছে বসে থাকে দেখা যায় মানুষজনকে। কানপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে উত্তর প্রদেশে এদিন সকালে ধীর গতিতে চলাচল করে গাড়ি। কুয়াশা ও শীতের কারণে এদিন দেরিতে ঘুম ভেঙেছে উত্তর প্রদেশের।