অনুমতি ছাড়া রাস্তায় বসে নমাজ পড়ার কারণে দুই হাজারেরও বেশি মুসলিম ব্যক্তিকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশের বজরিয়া, বাবু, পুড়য়া, জজমাউ থানা এলাকায় ইদের দিন রাস্তা জুড়ে নমাজ পড়েছে অনেকে। কিন্তু রাস্তায় বসে নমাজ পড়ার অনুমতি না থাকায় তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে।
এই ঘটনায় সমস্ত অভিযোগগুলিকে একত্র করে বুধবার ধড়পাকড় করেছে পুলিশ। আটক করেছে দুই হাজার জনকে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানানো হয়েছে। পুলিশের এক কর্তার কথায়, রাস্তায় নমাজ পড়ার ভিডিও রয়েছে সেই ভিডিও ভালো করে খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।
পুলিশ দাবি করেছে, ইদের দিন নমাজ পড়ার গাইড লাইন আগে থেকেই জারি করা হয়েছিল প্রশাসনের তরফে। ওই সমস্ত এলাকায় মসজিদের বাইরে ১৪৪ ধারা জারি ছিল। তা সত্ত্বেও রাস্তায় জমায়েত করে নমাজ পড়া হয়। তাই একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
অন্যদিকে, সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মহম্মদ সোলেমানির অভিযোগ, ইচ্ছে করে এই ঘটনায় সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। তাঁর দাবি, মসজিদে ভিড় থাকার কারণে যারা দেরিতে পৌঁছেছিলেন তারা ভিতরে ঢোকার জায়গা পায়নি। তাই তারা রাস্তায় নমাজ পড়েছিলেন। কিন্তু সেই সংখ্যাটা হাজার নয়।