রাজধানী দিল্লিতে কোভিডের বাড়বাড়ন্ত প্রায় কমে গিয়েছে বলাই যেতে পারে। দিল্লিতে বিগত এক সপ্তাহ ধরে করোনার সংক্রমণ নিম্নমুখী, মৃত্যুর সংখ্যা যেমন কমছে, তেমনই বাড়ছে সুস্থতার হার। তাই এবার আনলক প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিল অরবিন্দ কেজরিওয়াল সরকার। দিল্লিতে আগামী সোমবার (৩০ মে) সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে লকডাউন, তারপর থেকেই শুরু হবে আনলক প্রক্রিয়া। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, “আগামী সোমবার সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে লকডাউন, আমরা আনলক প্রক্রিয়া শুরু করব। দৈনিক মজুরি শ্রমিকদের কথা মাথায় রেখে সোমবার থেকেই নির্মাণ কাজ ও ফ্যাক্টরি খুলে দেওয়া হবে।
দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে কেজরিওয়াল বলেছেন, “করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে দিল্লিবাসীর পরিশ্রমে দিল্লির পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে, লকডাউনের পর দিল্লি ধীরে ধীরে আনলকের জন্য প্রস্তুত হয়েছে।” কেজরিওয়াল আরও জানিয়েছেন, “১.৫ শতাংশে নেমে এসেছে পজিটিভিটি রেট এবং দিল্লিতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার ১০০ জন।”
2021-05-28