সম্প্রতি কলকাতা হাই কোর্টের রায়ে যাঁদের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর চাকরি বাতিল হয়েছে, সেই শিক্ষকেরা আসন্ন জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় পরিদর্শক হতে পারবেন, জানিয়েছে জয়েন্ট এন্ট্রাস বোর্ড।
বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা শুক্রবার বলেন, ‘‘আদালতের রায়ে চাকরি হারানো শিক্ষকেরা জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় গার্ড দিতে পারবেন না, এমন কোনও বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না। স্কুল কর্তৃপক্ষ থেকে সব সহযোগিতা চেয়েছি। ওঁরা যেমন আয়োজন করবেন, তেমন হবে। শুধু পূর্ণ সময়ের শিক্ষকরাই গার্ড দেবেন বলে জানানো হয়েছে। স্কুলের প্রশাসনিক বিষয়ে আমরা হতস্তক্ষেপ করি না।’’ মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা বলেন, ‘‘আমরাও স্কুলগুলোকে এই ধরনের কোনও নির্দেশিকা দিচ্ছি না।’’
বাঙুরের নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া জানান, তাঁদের স্কুলের দু’জন শিক্ষকের নাম রয়েছে ওই বাতিল তালিকায়। তবে তাঁদের নিয়ে পর্ষদ বা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের থেকে কোনও ধরনের নির্দেশ আসেনি। সঞ্জয় বলেন, ‘‘ওই শিক্ষকদের গার্ড দেওয়া নিয়ে কোনও বাধানিষেধ রাখা হচ্ছে না।’’
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পরিদর্শকের কাজ করতে আপত্তি নেই ২০১৬-র এসএসসিতে নিয়োগ পাওয়া এবং সম্প্রতি চাকরি হারানো অধিকাংশ শিক্ষকের। শিক্ষিকা স্বর্ণালি চক্রবর্তী বলেন, ‘‘ডাকা হলে নিশ্চয়ই যাব। সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ তো জানায়নি যে চাকরি চলে গিয়েছে। শুধু আদালতের রায়টাই জেনেছি।’’
শনিবার লোকসভা ভোটের প্রশিক্ষণ আছে স্বর্ণালির। বলেন, ‘‘ভোটের প্রশিক্ষণ নিতে এখনও কেউ বারণ করেনি। প্রিসাইডিং অফিসারের কাজ। চাই ভোটের ডিউটিও করতে।’’