উৎসবের আমেজে পুরুলিয়া জেলাজুড়ে অঘোষিত বনধ পালিত হল। পথে দেখা গেল না বাস ও যাত্রীবাহী যান। বন্ধ দোকান বাজার। আজ মনসা পুজোর পারণ বা পান্না। কারণ এই দিন মনসা পুজোর মানত পূরণ করতে কেও হাঁস, কেও পাঁঠা ছাগল অর্পণ করেন। সেই অর্পণ করা প্রসাদ আজ সপরিবার তথা বন্ধুবান্ধবদের নিয়ে খাওয়া দাওয়ার দিন।
মনসা পুজো জেলার সব থেকে বড়ো পুজোগুলির অন্যতম। একটা বড় অংশের বাড়িতেই হয়। তাই এই দিন অর্থাৎ পান্নার দিন দোকান পাট বন্ধ থাকে, এটাই পরম্পরা। এদিন পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত, মুটে, মজদুর, শ্রমিক শ্রেণির সবাই বাড়িতেই থাকেন। তাই যানবাহনও বন্ধ থাকে। আর এটা পুরো জেলাজুড়ে একই চিত্র দেখা গিয়েছে। এই বনধ কোনো রাজনৈতিক বনধ নয়, এটা মনসা পূজো উপলক্ষ্যে অঘোষিত বনধ।