রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়বে গোটা বিশ্বেই। রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্টোনিও গুতেরেস বিশ্বের সব দেশকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘এই যুদ্ধের জেরে খিদের হারিকেন বয়ে যাবে গোটা বিশ্বের উপর দিয়ে। গোটা বিশ্বের খাদ্য ব্যবস্থা ভেঙে পড়বে।’ যুদ্ধের সুদূরপ্রসারী পরিণতি বোঝাতে গিয়ে রাষ্ট্রসংঘের সেক্রেটারি-জেনারেল নিউইয়র্কে সাংবাদিকদের বলেন যে যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের ঝুঁকি মুখে পড়বে যা দরিদ্রতমদের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে।
গুতেরেস বলেন, ‘এই যুদ্ধের প্রভাব ইউক্রেন ছাড়িয়ে যাবে। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষ এবং দেশগুলির উপর একটি আক্রমণ এই যুদ্ধ।’ তিনি বলেন, ‘যে উন্নয়নশীল দেশগুলি মহামারীর প্রভাব থেকে ঘুরে দাঁড়াতে সংগ্রাম করছে… যেখানে রেকর্ড মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান সুদের হার এবং ঋণের বোঝা বেড়ে গিয়েছে, সেই দেশগুলির জন্য এই যুদ্ধ বিধ্ব্ংসিকারী। এখন তাদের খাদ্য সরবরাহকারীদের উপর বোমা বর্ষণ করা হচ্ছে।’ উল্লেখ্য, ইউক্রেন বিশ্ব খাদ্য কর্মসূচির অর্ধেকেরও বেশি গম সরবরাহ করে।ট্রেন্ডিং স্টোরিজ
তিনি সতর্ক করে দিয়েছেন যে রাষ্ট্রসংঘের বৈশ্বিক খাদ্য মূল্য সূচক তার সর্বোচ্চ স্তরে রয়েছে এবং বিশ্বের ৪৫টি স্বল্পোন্নত দেশ তাদের গমের অন্তত এক-তৃতীয়াংশ ইউক্রেন বা রাশিয়া থেকে আমদানি করে। এর মধ্যে রয়েছে বুরকিনা ফাসো, মিশর, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, লেবানন, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এর প্রেক্ষিতে তিনি বলেন, ‘এই ক্ষুধার হারিকেন এবং বৈশ্বিক খাদ্য ব্যবস্থার বিপর্যয় এড়াতে আমাদের যথাসাধ্য পদক্ষেপ করতে হবে।