রাশিয়া-ইউক্রেন সংঘাত নয়া মোড় নিয়েছে। ইউক্রেনের পূর্ব দিকে দোনেস্ক শহরের কাছে দনবাসে রাশিয়াপন্থী বিদ্রোহীদের শেলিংয়ে নিহত হয়েছেন ইউক্রেনের দুই সেনা। এদিকে বিদ্রোহীরা দাবি করেছে যে তাদের উপর ইউক্রেন সেনা যেকোনও সময় হামলা চালাতে পারে। এই পরিস্থিতিতে সেখানে বসাবসরত সাধারণ নাগরিকদের রাশিয়ায় স্থানান্তরিত করা হচ্ছে বলে জানানো হয়েছে। যদিও এই পুরো বিষয়টিকে রাশিয়ার ‘প্রচার’ বলে উড়িয়ে দিচ্ছে পশ্চিমা দেশগুলি। আর এরই মাঝে মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে দুই দেশের পুনর্মিলনের উপায় খোঁজার বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।
জয়শংকর এদিন বলেন, ‘বর্তমান পরিস্থিতি আগের তুলনায় খুবই আলাদা। আমরা অনেক বেশি বিশ্বায়িত। আমরা একে অপরের বিষয়ে অনেক জানি… এই পরিস্থিতিতে ভিন্ন ধরনের সমাধান সূত্র বের করতে হবে। দিনের শেষে, কূটনৈতিক সমাধানই উত্তর। পুনর্মিলনের উপায় খুঁজে দেখতে হবে।’ট্রেন্ডিং স্টোরিজ
উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে ভারত রাশিয়ার বিরুদ্ধে এখনও কোনও শব্দ খরচ করেনি। যদিও ভারতের তরফে বলা হয়েছে যাতে এমন কোনও পদক্ষেপ কোনও দেশই না নেয় যাতে পরিস্থিতি ঘোরালো হয়। ভারত কূটনৈতিক আলোচনার মধ্যে সমস্যার সমাধানের পক্ষে সওয়াল করেছে। এদিকে ইউক্রেনে যুদ্ধের আশঙ্কা যে দিল্লির কাছে স্পষ্ট, তার প্রমাণ মিলেছে হেল্পলাইন চালু করার ঘটনায়। ইউক্রেনে বসাবসরত ভারতীয়দের দেশে ফেরাতে তত্পরতা দেখা গিয়েছে। বেশ কয়েকটি বিমান সংস্থার সাথে ভারত আলোচনা করছে ভারতীয়দের ফেরানোর জন্য।