U19 World Cup:ভারতের মতো পাকিস্তান ও বাংলাদেশও দু’রকম জার্সি পরে বিশ্বকাপ খেলবে, দেখুন কোন দল কেমন জার্সি পরে মাঠে নামবে

1/13বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাদের চিরাচরিত লাল-সবুজ জার্সি পরেই মাঠে নামবে। তবে তারা হোম ও অ্যাওয়ে ম্যাচে দু’টি আলাদা জার্সি পরে মাঠে নামবে। রংয়ের কম্বিনেশন একই থাকলেও একটি জার্সিতে সবুজের ভাগ বেশি এবং অন্যটিতে লালের ভাগ বেশি।

ইংল্যান্ডের সিনিয়র দলকে বিভিন্ন সময়ে একাধির রংয়ের জার্সিতে মাঠে নামতে দেখা গিয়েছে। তবে এবার ইংল্যান্ডের যুব দল বিশ্বকাপে মাঠে নামবে সিনিয়র দলের বর্তমান ওয়ান ডে জার্সিতেই। হালকা নীল রংয়ের সঙ্গে জার্সিতে রয়েছে ডিপ নীল বর্ডার।
2/13ইংল্যান্ডের সিনিয়র দলকে বিভিন্ন সময়ে একাধির রংয়ের জার্সিতে মাঠে নামতে দেখা গিয়েছে। তবে এবার ইংল্যান্ডের যুব দল বিশ্বকাপে মাঠে নামবে সিনিয়র দলের বর্তমান ওয়ান ডে জার্সিতেই। হালকা নীল রংয়ের সঙ্গে জার্সিতে রয়েছে ডিপ নীল বর্ডার।
ভারতীয় যুব দল সিনিয়র দলের ওয়ান ডে জার্সিতেই মাঠে নামবে। তবে তারাও অ্যাওয়ে ম্যাচে অন্য জার্সি পরে খেলতে নামবে। অ্যাওয়ে জার্সিতে কমলার সঙ্গে নীলের কম্বিনেশন রয়েছে। ঠিক এরকম জার্সিতে ২০১৯ বিশ্বকাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে দেখা গিয়েছিল বিরাট কোহলিদের।
3/13ভারতীয় যুব দল সিনিয়র দলের ওয়ান ডে জার্সিতেই মাঠে নামবে। তবে তারাও অ্যাওয়ে ম্যাচে অন্য জার্সি পরে খেলতে নামবে। অ্যাওয়ে জার্সিতে কমলার সঙ্গে নীলের কম্বিনেশন রয়েছে। ঠিক এরকম জার্সিতে ২০১৯ বিশ্বকাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে দেখা গিয়েছিল বিরাট কোহলিদের।
কানাডার যুব দল সিনিয়র দলের মতোই একই জার্সি পরে বিশ্বকাপ খেলবে। লালের সঙ্গে কালোর শেড রয়েছে জার্সিতে।
4/13কানাডার যুব দল সিনিয়র দলের মতোই একই জার্সি পরে বিশ্বকাপ খেলবে। লালের সঙ্গে কালোর শেড রয়েছে জার্সিতে।
অস্ট্রেলিয়া পরিচিত হলুদ-সবুজ জার্সিতেই বিশ্বকাপে মাঠে নামবে। গত টি-২০ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচে এই জার্সিতেই মাঠে নেমেছে অস্ট্রেলিয়ার সিনিয়র দল।
5/13অস্ট্রেলিয়া পরিচিত হলুদ-সবুজ জার্সিতেই বিশ্বকাপে মাঠে নামবে। গত টি-২০ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচে এই জার্সিতেই মাঠে নেমেছে অস্ট্রেলিয়ার সিনিয়র দল।
পাকিস্তান দু'রকম জার্সিতে বিশ্বকাপ খেলবে। একটি জার্সিতে হালকা ও ডিপ সবুজের কম্বিনেশন রয়েছে। অন্যটিতে সবুজের সঙ্গে রয়েছে হলুদের কম্বিনেশন।
6/13পাকিস্তান দু’রকম জার্সিতে বিশ্বকাপ খেলবে। একটি জার্সিতে হালকা ও ডিপ সবুজের কম্বিনেশন রয়েছে। অন্যটিতে সবুজের সঙ্গে রয়েছে হলুদের কম্বিনেশন।
আয়ারল্যান্ডের সিনিয়র দল যে জার্সি পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাঠে নামছে, যুব দল সেই জার্সি পরেই বিশ্বকাপ খেলবে।
7/13আয়ারল্যান্ডের সিনিয়র দল যে জার্সি পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাঠে নামছে, যুব দল সেই জার্সি পরেই বিশ্বকাপ খেলবে।
গত টি-২০ বিশ্বকাপে যে জার্সি পরে মাঠে নেমেছিল পাপুয়া নিউ গিনি, সেই একই জার্সি পরে এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে নামবে তাদের যুব দল।
8/13গত টি-২০ বিশ্বকাপে যে জার্সি পরে মাঠে নেমেছিল পাপুয়া নিউ গিনি, সেই একই জার্সি পরে এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে নামবে তাদের যুব দল।
স্কটল্যান্ডের যুব দল তাদের পরিচিত ডার্ক ব্লু জার্সিতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে নামবে।
9/13স্কটল্যান্ডের যুব দল তাদের পরিচিত ডার্ক ব্লু জার্সিতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে নামবে।
শ্রীলঙ্কার সিনিয়র দল যে জার্সি পরে টি-২০ বিশ্বকাপে খেলেতে নেমেছিল, নীল ও হলুদের মিশ্রনের সেই জার্সিই যুব বিশ্বকাপে পরতে দেখা যাবে শ্রীলঙ্কার জুনিয়র দলকে।
10/13শ্রীলঙ্কার সিনিয়র দল যে জার্সি পরে টি-২০ বিশ্বকাপে খেলেতে নেমেছিল, নীল ও হলুদের মিশ্রনের সেই জার্সিই যুব বিশ্বকাপে পরতে দেখা যাবে শ্রীলঙ্কার জুনিয়র দলকে।
আয়োজক ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মেরুনের দু'টি টোন রয়েছে। একটি হালকা হলুদের বর্ডারও রয়েছে জার্সির মাঝ বরাবর।
11/13আয়োজক ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মেরুনের দু’টি টোন রয়েছে। একটি হালকা হলুদের বর্ডারও রয়েছে জার্সির মাঝ বরাবর।
জিম্বাবোয়ের জার্সি লাল রংয়ের। তবে পরিচিত হলুদের নকশাও রয়েছে জার্সিতে।
12/13জিম্বাবোয়ের জার্সি লাল রংয়ের। তবে পরিচিত হলুদের নকশাও রয়েছে জার্সিতে।
উগান্ডার জার্সিও লাল ও হলুদের মিশ্রনে তৈরি।
13/13উগান্ডার জার্সিও লাল ও হলুদের মিশ্রনে তৈরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.