ভারতে সেন্সরশিপের কড়াকড়িতে ক্ষতিগ্রস্ত মার্কিন ফিল্ম ব্যবসা: রিপোর্ট

1/5ভারতীয় সেন্সরশিপের কড়াকড়ি। আর তাতে মার খাচ্ছে ৫টি দেশের ফিল্ম, ভিডিয়ো ব্যবসা। এমনটাই উল্লেখিত ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের প্রকাশিত প্রতিবেদনে।  ফাইল ছবি : রয়টার্স  (REUTERS/Shannon Stapleton)

রিপোর্টে বলা হয়েছে, 'ফিল্ম, সোশ্যাল মিডিয়া এবং ভিডিও স্ট্রিমিং-সহ বিভিন্ন মিডিয়া বিভাগ প্রভাবিত। ভারতের সেন্সরশিপ-সম্পর্কিত নীতি এবং অনুশীলনের কারণে প্রভাবিত হচ্ছে মার্কিন যু্ক্তরাষ্ট্রের ব্যবসা। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)
2/5রিপোর্টে বলা হয়েছে, ‘ফিল্ম, সোশ্যাল মিডিয়া এবং ভিডিও স্ট্রিমিং-সহ বিভিন্ন মিডিয়া বিভাগ প্রভাবিত। ভারতের সেন্সরশিপ-সম্পর্কিত নীতি এবং অনুশীলনের কারণে প্রভাবিত হচ্ছে মার্কিন যু্ক্তরাষ্ট্রের ব্যবসা। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)
রিপোর্টে মধ্যস্থতাকারীর নিয়ম, ইন্টারনেট বন্ধের দৃষ্টান্ত বৃদ্ধি এবং ভারতে ডিজিটাল মিডিয়াতে বিদেশি বিনিয়োগের সীমা সম্পর্কিত নিয়মগুলির উল্লেখ রয়েছে। এগুলি মার্কিন ব্যবসার উপর প্রভাব হিসাবে চিহ্নিত করা হয়েছে। এতে উদ্ধৃত কয়েকটি উদাহরণের মধ্যে রয়েছে টুইটারের আধিকারিকদের 'গ্রেফতারের হুমকি' এবং Google-এ পাঠানো টেকডাউন অর্ডার বৃদ্ধি। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Lars Hagberg)
3/5রিপোর্টে মধ্যস্থতাকারীর নিয়ম, ইন্টারনেট বন্ধের দৃষ্টান্ত বৃদ্ধি এবং ভারতে ডিজিটাল মিডিয়াতে বিদেশি বিনিয়োগের সীমা সম্পর্কিত নিয়মগুলির উল্লেখ রয়েছে। এগুলি মার্কিন ব্যবসার উপর প্রভাব হিসাবে চিহ্নিত করা হয়েছে। এতে উদ্ধৃত কয়েকটি উদাহরণের মধ্যে রয়েছে টুইটারের আধিকারিকদের ‘গ্রেফতারের হুমকি’ এবং Google-এ পাঠানো টেকডাউন অর্ডার বৃদ্ধি। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Lars Hagberg)
অন্যদিকে এই একই প্রতিবেদনে চিন নিয়ে আলোচনা করা হয়েছে। সবশেষে বলা হয়েছে যে সেখানে সমস্ত সেক্টর জুড়ে সর্বোচ্চ স্তরের সেন্সরশিপ রয়েছে।  ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Dado Ruvic/Illustration )
4/5অন্যদিকে এই একই প্রতিবেদনে চিন নিয়ে আলোচনা করা হয়েছে। সবশেষে বলা হয়েছে যে সেখানে সমস্ত সেক্টর জুড়ে সর্বোচ্চ স্তরের সেন্সরশিপ রয়েছে।  ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Dado Ruvic/Illustration )
ভারত এবং চিন ছাড়াও, প্রতিবেদনে আরও চারটি দেশের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। তার মধ্যে রয়েছে রাশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং তুরস্ক।  ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Dado Ruvic/File Photo )
5/5ভারত এবং চিন ছাড়াও, প্রতিবেদনে আরও চারটি দেশের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। তার মধ্যে রয়েছে রাশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং তুরস্ক।  ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Dado Ruvic/File Photo )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.