ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিভিশন কর্পোরেশন লিমিটেডের একটি সোলার প্ল্যান্ট থেকে মূল্যবান কেবল চুরির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার মফঃস্বল থানার পুলিশ।
চলতি বছরের ২ জানুয়ারি পুরুলিয়ার মফস্বল থানার ছররা এলাকায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন সোলার প্রোজেক্ট থেকে তামার মূল্যবান কেবল চুরি যায়। পুরুলিয়ার মফস্বল থানা সূত্রে জানা যায়, ছররা এলাকায় একটি দশ মেগা ওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন প্রোজেষ্ট রয়েছে। সেখানে গত ২ জানুয়ারি ২৪০০০০ টাকা মূল্যের তামার কেবল চুরি হয়ে যায়। ৬ জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিভিশন কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষ পুরুলিয়ার মফস্বল থানায় অভিযোগ জানায়। গতকাল বিকেলে হুটমুড়া ফুটবল ময়দান থেকে দুই যুবককে গ্রেফতার করে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। অভিযুক্ত দুই যুবকের নাম সেখ রাজু ও সেক জাহাঙ্গীর। তাদের বাড়ি হুটমুড়া গ্রামে। মঙ্গলবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলার পর পাঁচ দিনের পুলিশ হেফাজত হয়।
জানা গিয়েছে, ওই কেন্দ্রে সম্প্রতি ফের কিছু একই কেবল চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার সঙ্গে ওই কেন্দ্রের কোনও কর্মী বা আধিকারিক যুক্ত কি না তাও খতিয়ে দেখছে মফঃস্বল থানার পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ।