ছাত্রী অপহরণের ঘটনায় বড়সড় সাফল্য পেল ঝাড়গ্রাম থানার পুলিশ। এই অপহরণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। রবিবার দুপুরে গ্রেফতার হওয়া দুই যুবক ও ওই নাবালিকা ছাত্রীকে ঝাড়গ্রামের সিজেএম আদালতে পেশ করে পুলিশ।
জানাগিয়েছে, গ্রেফতার হওয়া যুবকের নাম কৌশিক সিংহ ওরফে লাদেন। তার বাড়ি ঝাড়গ্রাম থানা এলাকায় এবং অজয় দাসের বাড়ি ঝাড়খন্ড রাজ্যের চাকুলিয়া এলাকায়।
জানা গিয়েছে, চলতি মাসের ১৬ তারিখ ঝাড়গ্রাম শহরের বাসিন্দা ওই নাবালিকা স্কুলে যায়। তারপরে সে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন ১৭ তারিখ নাবালিকার মা ঝাড়গ্রাম থানায় অপহরণের লিখিত অভিযোগ জানায়। লিখিত অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম থানার পুলিশ ৩৬৩ এবং ৩৬৫ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। পুলিশ তদন্তে নেমে শনিবার রাতে ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে নাবালিকাকে উদ্ধার করে এবং এই ঘটনায় ২ যুবককে গ্রেফতার করে। রবিবার দুপুরে গ্রেফতার ২ যুবকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে বিচারক ৯ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এবং নাবালিকার গোপন জবানবন্দির পর তাকে তার পরিবারের হাতে তুলে দেয়।
ঝাড়গ্রাম আদালতের আইনজীবী অন্তরীক্ষ সিনহা বলেন,”নাবালিকা অপহরণের ঘটনায় ২ যুবককে গ্রেফতার করে আদালতে পেশ করলে বিচারক ৯ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন”।