জমা জল বেরনোর জন্য রাস্তা কাটাকে কেন্দ্র করে ধুন্ধুমার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। গুলি চলানোর পাশাপাশি এলাকায় বোমাবাজির অভিযোগ। দুষ্কৃতীরা রাস্তায় বন্দুক নিয়ে ঘুরছে ভিডিও ভাইরাল হল এলাকায়।
টানা বৃষ্টিতে গত কয়েকদিন ধরে জলমগ্ন ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা। কৃষি জমির পাশাপাশি জল জমেছে বাড়ির ভিতরও। শুক্রবার জমা জল বার করতে রাস্তার একাংশ কেটে দেন কিছু স্থানীয় মানুষ। আর তাতেই বাধে গণ্ডগোল। দুই গ্রামের মধ্যে শুরু হয় খণ্ডযুদ্ধ। চলে গুলি, পড়ে বোমা। ঘটনার দেরে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।ট্রেন্ডিং স্টোরিজ
স্থানীয়রা জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়ে পড়েছে বাগজোলা খালের পাড়ে চিলেতলা গ্রামের চাষির জমি। জল উঠেছে বাড়িতে। জমা জল বার করতে শুক্রবার চিলেতলা গ্রামের বাসিন্দারা খালের পাড়ের রাস্তা কেটে দেন। অভিযোগ সেই সময় বানিয়াড়া গ্রামের লোকজন আগ্নেয়াস্ত্র – বোম নিয়ে অতর্কিতে তাদের উপর হামলা চালায়। মাথা ফাটে কয়েকজনের।
অপর দিকে বানিয়াড়া গ্রামের মানুষের অভিযোগ, গ্রামের সাধারণ মানুষের যাতায়াতের জন্য এলাকায় রয়েছে একটিমাত্র রাস্তা। সেই রাস্তাটিই কেটে দিয়েছে চিলেতলা গ্রামের বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে কাশিপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।