বাঘমুন্ডির কাররু নদীতে স্নান করতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল দু’জনের। সোমবার দুপুরে স্থানীয়রা বাঘমুন্ডি- ঝালদা রাজ্য সড়কের উপর কাররু সেতুর কিছুটা নিচে নদীর মধ্যে থাকা একটি খালের জলে দু’জনকে ভাসতে দেখেন। পাশাপাশি স্থানীয় ও সিভিক ভলান্টিয়ারদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ। ওই দুজনকে উদ্ধার করে বাঘমুন্ডি ব্লক পাথরডি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে জানান। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বাঘমুন্ডি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুজনের একজনের নাম নিধিরাম মাহাতো। বয়স আনুমানিক ৫৫ বৎসর। তাঁর বাড়ি বাঘমুন্ডি থানার তোরাং গ্রামে। তিনি পেশায় ছৌ ওস্তাদ ছিলেন। অপর জনের নাম করম চাঁদ(কর্মা) মুদি/ওরাং। বয়স আনুমানিক ৫৬ বৎসর। বাড়ি বাঘমুন্ডি থানার কাশিটাড় গ্রামে। দুটি পৃথক গ্রামের বাসিন্দা একসাথে নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু নিয়ে রহস্যজনক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ।