শুধু চাকরি হারানো নয়, নিয়োগ পরীক্ষায় অসাধুতার প্রমাণ মিললে হতে পারে জেলও! বিজেপি শাসিত উত্তরাখণ্ডের সরকার সম্প্রতি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতি রুখতে এমনই সাজার বন্দোবস্ত করেছে।
শুধু তাই নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতির নেপথ্যে কোনও সংগঠিত চক্রের যোগ থাকলে শাস্তির মেয়াদ বেড়ে হতে পারে যাবজ্জীবন জেল। জরিমানার অঙ্ক বেড়ে দাঁড়াতে পারে ১০ কোটি টাকা! নতুন এই আইন কার্যকরের উদ্দেশ্যে ইতিমধ্যেই অধ্যাদেশ (অর্ডিন্যান্স) জারি করেছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামীর সরকার। অভিযুক্তদের বিচারের জন্য বিশেষ আদালত গড়ার কথাও বলা হয়েছে অধ্যাদেশে।
‘প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসাধুতা প্রতিরোধ আইন ২০২৩’ শীর্ষক ওই অর্ডিন্যান্সে গত সপ্তাহে সই করেছেন উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিংহ। ফলে ইতিমধ্যেই সেটি কার্যকর হয়েছে। সরকারি সূত্রের খবর, বিধানসভার পরবর্তী অধিবেশনে সেটি পাশ করানো হবে। সাম্প্রতিককালে হিমালয় ঘেরা ওই পাহাড়ি রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের কয়েকটি অভিযোগের জেরেই এমন কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।