অয়ন ঘোষাল: ঘন কুয়াশায় হঠাৎ করে ঠাহর করা উল্টো দিক থেকে আসা ছোট গাড়িকে একেবারে শেষ মুহুর্তে দেখতে পেয়েও নিয়ন্ত্রণ রাখতে পারলেন না ট্রাক চালক।
2/5
ট্যাংরার চায়না টাউনের ঘটনা
ট্যাংরার চায়না টাউনে ট্যাংরা নর্থ রোড থেকে সোমবার গভীর রাতে ফলস সিলিং, ফলস ফ্লোর সহ প্রচুর ইমারতি দ্রব্য বোঝাই শিলচর গামী বারো চাকা ট্রাক ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরার আগেই বিপত্তি।
3/5
রাস্তারই একাংশ গাড়ির চাপে বসে গিয়ে বিপত্তি
রাস্তার একেবারে ধার ঘেঁষে পাশ কাটিয়ে যাওয়ার মুহূর্তে রাস্তারই একাংশ গাড়ির চাপে বসে গিয়ে বিকট শব্দ করে উল্টে গেল পাশের কালভার্টে। শেষ রাতে দুর্ঘটনা ঘটলেও এমন ভাবে এই অতি ভারী গাড়ি উল্টে গেছে, যে ঘিঞ্জি সরু চায়না টাউনের রাস্তায় রেকার এনে সেটি তোলার মতো স্থান শঙ্কুলান হচ্ছে না।
4/5
পলাতক চালক
ফলে এখনও বারো চাকার ট্রাক পড়ে আছে এখানেই। ঘটনার পর ট্রাক ফেলে পালান চালক।
5/5