ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। সিপিএম-কংগ্রেসও এবার কোমর বেঁধে নেমেছে তার পুরনো জমি উদ্ধার করতে। সবেমিলিয়ে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভার ৬০ আসনে ভোটগ্রহণ। লড়াইয়ের ময়দানে রয়েছে ইন্ডিজেনাস পিপিলস ফ্রন্ট অব ত্রিপুরা(আইপিএফটি)। লড়াইয়ের রয়েছেন তিপরা মোথা। সকাল সাতটার ভোটগ্রহণ শুরুর পর থেকে এখনও পর্যন্ত কোনও গোলমালের খবর নেই।
বিজেপি এবার লড়ছে আইপিএফটির সঙ্গে জোট করে। রাজ্যের ৬০ আসনের মধ্যে মোট ৫৫ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। বাকী ৫ আসনে দিয়েছে আইপিএফটি। বিজেপিকে ধাক্কা দিতে এবার জোট হয়েছে বাম-কংগ্রেসের। বামফ্রন্ট লড়ছে ৪৭ আসনে। অন্যদিকে কংগ্রেস লড়াই করছে ১৩ আসনে। এবার ২২ আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে তিপরা মোথা এবার লড়াই করছে আদিবাসী ভোটের উপরে নির্ভর করে। এবার ভোটে তারা একটা ফ্য়াক্টর হবে বলে মনে করা হচ্ছে। লড়াইয়ে রয়েছে ৫৮ নির্দল প্রার্থীও।