“যে টাকায় চন্দ্রাভিযান, সেই টাকায় উন্নয়ন সম্ভব।” এতে কী লাভ হবে তা তিনি বুঝতে পারছেন না বলে মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক তথা দলের প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলি।
বুধবার তিনি সংবাদমাধ্যমে বলেন, “গরিব মানুষ খেতে পাচ্ছে না, দেশ পিছিয়ে যাচ্ছে। হাততালি কুড়ানোর চেষ্টা মোদী সরকারের।” প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একটি বার্তা দিয়েছেন এই ব্যাপারে। টুইটারে তিনি লিখেছেন, চন্দ্রযান-৩ মিশন জনগণ, বিজ্ঞানী এবং অর্থনীতিবিদদের কাছ থেকে এসেছে, কোনও রাজনৈতিক সাফল্য নয়।
যদিও নিজের দলের বিধায়কের বক্তব্যের একেবারে উল্টো সুর শোনা গিয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের গলায়। চন্দ্রাভিযান রাজনীতির ঊর্ধ্বে, গোটা ভারতের গর্ব, মন্তব্য মদন মিত্রর।