বাংলাকে রেপ হেভেনে পরিণত করেছে তৃণমূল: দিলীপ ঘোষ

কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তৃণমূলপন্থী আইনজীবীদের বিক্ষোভ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার এক সাংবাদিক বৈঠকে বিচারপতি গঙ্গোপাধ্যায় শারীরিক হেনস্থা হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সঙ্গে তিনি বলেন, বাংলাকে রেপ হেভেনে পরিণত করেছে তৃণমূল।

এদিন দিলীপবাবু বলেন, ‘গতকাল আর আজ যে গুন্ডামি আমরা দেখলাম, পুলিশ, প্রশাসন অন্যান্য প্রশাসনিক বিভাগ সব জায়গায় দুর্নীতির চরমে পৌঁছে গিয়েছে। বাকি ছিল কোর্ট, সেখানে যেভাবে কালো কোর্ট পরে গুন্ডামি করা হল আমার তো সন্দেহ আছে তারা সবাই উকিল কি না’।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘জজের ঘরের সামনে যে ভাবে গুন্ডামি হয়েছে তাতে কি আর নিরপেক্ষ থাকা সম্ভব। উনি যেটা আশঙ্কা করেছেন, আদালতের রায় লিখে নিয়ে গিয়ে জজের মাথায় বন্দুক ঠেকিয়ে যদি বলা হয় সই করো, কতক্ষণ না বলতে পারবেন? কজন না বলতে পারবেন? মানুষ কি সুবিচার পাবে’?

এমনকী বিচারপতির মাথায় বন্দুক ঠেকিয়ে রায় লেখানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন দিলীপ ঘোষ। বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে দেখেছি বিডিওর মাথায় বন্দুক ঠেকানো হয়েছে। বিভিন্ন খুনের ময়নাতদন্তে চিকিৎসকের মাথায় বন্দুক ঠেকিয়ে সই করতে বলা হচ্ছে। বিচারকের মাথায় যদি বন্দুক ঠেকানো হয় তাহলে মানুষ কাকে ভরসা করবে’?

দিলীপবাবু প্রশ্ন, ‘দেশে বা পৃথিবীতে অন্য কোথাও কি এই ঘটনা ঘটে? এতদিন বাইরে থেকে ধমকানো হতো, এখন কোর্টের ভিতরে ঢুকে চমকানো ধমকানো হচ্ছে। তাঁর ওপর শারীরিক আক্রমণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিচারপতি। আর অস্বাভাবিক কিছু নয়, ভোটের পর থেকে আমাদের ২০০ জন কর্মী খুন হয়েছেন। গত পঞ্চায়েত নির্বাচনে একজন শিক্ষক ভোট লুঠ করতে দেননি বলে তাঁর দেহ রেল লাইন থেকে উদ্ধার হয়েছে। কেউ সেটা দেখে ফেললে তাকে গাছে ঝুলিয়ে দেবে। পুলিশ প্রমাণ সংগ্রহ করলে থানা জ্বালিয়ে দেবে। আর তার পর মুখ্যমন্ত্রী আর তাঁর নেতারা বলবেন, এতো ছোট ঘটনা ঘটতেই পারে। এই কি বাংলার মানুষের প্রাপ্য ছিল। বাংলাকে রেপ হেভেনে পরিণত করেছে তৃণমূল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.