কর্পোরেট অনুদানের শীর্ষে BJP, ইলেক্টোরাল ট্রাস্টে ‘ব্রোঞ্জ’ পেল তৃণমূল

1/9২০১৯-২০ অর্থবর্ষে ১ নম্বরে বিজেপি। ভোট ব্যাঙ্কেও, ব্যাঙ্ক অ্যাকাউন্টেও। দেশে কর্পোরেট অনুদানের সর্বোচ্চ প্রাপক ছিল ভারতীয় জনতা পার্টি। ফাইল ছবি: পিটিআই (PTI)

লোকসভা নির্বাচনের বছরে বিজেপির কৌটোয় ঠিক কত টাকা জমা পড়েছিল? এডিআর রিপোর্ট অনুযায়ী, অঙ্কটা ৭২০.৪০ কোটি টাকা। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/9লোকসভা নির্বাচনের বছরে বিজেপির কৌটোয় ঠিক কত টাকা জমা পড়েছিল? এডিআর রিপোর্ট অনুযায়ী, অঙ্কটা ৭২০.৪০ কোটি টাকা। ফাইল ছবি: পিটিআই (PTI)
এই বিপুল পরিমাণ টাকা দিয়েছে ২০২৫টি অনুদানকারী। প্রতীকী ছবি: রয়টার্স  (Reuters)
3/9এই বিপুল পরিমাণ টাকা দিয়েছে ২০২৫টি অনুদানকারী। প্রতীকী ছবি: রয়টার্স  (Reuters)
তার আগের লোকসভা নির্বাচনের থেকে এটি অনেকটাই বেশি। ২০১৪-১৫ সালে এই অনুদানের পরিমাণ ছিল ৫৭৩.১৮ কোটি টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
4/9তার আগের লোকসভা নির্বাচনের থেকে এটি অনেকটাই বেশি। ২০১৪-১৫ সালে এই অনুদানের পরিমাণ ছিল ৫৭৩.১৮ কোটি টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
সোমবার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এই রিপোর্ট প্রকাশিত করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক দলগুলির মোট অবদানের ৯১%-ই কর্পোরেট তহবিল ছিল। প্রতীকী ছবি: রয়টার্স (Reuters)
5/9সোমবার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এই রিপোর্ট প্রকাশিত করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক দলগুলির মোট অবদানের ৯১%-ই কর্পোরেট তহবিল ছিল। প্রতীকী ছবি: রয়টার্স (Reuters)
বিজেপির পরেই INC (কংগ্রেস)। তারা ১৫৪ কর্পোরেট দাতার কাছ থেকে মোট ১৩৩.০৪ কোটি টাকা পেয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)
6/9বিজেপির পরেই INC (কংগ্রেস)। তারা ১৫৪ কর্পোরেট দাতার কাছ থেকে মোট ১৩৩.০৪ কোটি টাকা পেয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)
CPI কর্পোরেটদের থেকে কোনো আয় ঘোষণা করেনি। ভারতের নির্বাচনী আইন অনুসারে, নির্বাচন কমিশনের বার্ষিক প্রতিবেদনে ২০,০০০ টাকার উপরে সমস্ত অনুদানের বিবরণ অবশ্যই ঘোষণা করতে হবে।  প্রতীকী ছবি: রয়টার্স (Reuters)
7/9CPI কর্পোরেটদের থেকে কোনো আয় ঘোষণা করেনি। ভারতের নির্বাচনী আইন অনুসারে, নির্বাচন কমিশনের বার্ষিক প্রতিবেদনে ২০,০০০ টাকার উপরে সমস্ত অনুদানের বিবরণ অবশ্যই ঘোষণা করতে হবে।  প্রতীকী ছবি: রয়টার্স (Reuters)
ইলেক্টোরাল ট্রাস্ট ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপি এবং কংগ্রেসকে সর্বোচ্চ অনুদান দিয়েছে। এটি বিজেপিকে ২১৬.৭৫ কোটি এবং কংগ্রেসকে ৩১ কোটি টাকা দান করেছিল।তালিকায় তৃতীয় স্থানে  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
8/9ইলেক্টোরাল ট্রাস্ট ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপি এবং কংগ্রেসকে সর্বোচ্চ অনুদান দিয়েছে। এটি বিজেপিকে ২১৬.৭৫ কোটি এবং কংগ্রেসকে ৩১ কোটি টাকা দান করেছিল।তালিকায় তৃতীয় স্থানে  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
ITC বিজেপিকে ৫৫ কোটি এবং কংগ্রেসকে ১৩.৬ কোটি টাকা দিয়েছে। প্রতীকী ছবি: রয়টার্স (REUTERS)
9/9ITC বিজেপিকে ৫৫ কোটি এবং কংগ্রেসকে ১৩.৬ কোটি টাকা দিয়েছে। প্রতীকী ছবি: রয়টার্স (REUTERS)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.