তৃণমূল ভদ্র সভ্য লোকের সাথে থাকে না দুর্নীতি গ্ৰস্থদের সাথে থাকে। অমর্ত্য সেনের বিশ্বভারতীর জমি দখলের অভিযোগ নিয়ে তৃণমূলের ধর্না প্রসঙ্গে এই মন্তব্য করেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ।আজ সকালে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা মোড়ে চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগদান করে এই মন্তব্য করেন।তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন, সেটা ছেড়ে দিলেই মিটে যায়।একজন নোবেলজয়ী ব্যক্তি যদি জমি বিতর্কে জড়িয়ে পড়েন সেটা গৌরবের নয়।
উল্লেখ্য, বিশ্বভারতীর জমি দখল নিয়ে অমর্ত্য সেনের বিবাদ তুঙ্গে, বিশ্বভারতী সেই জমি দখলমুক্ত করতে উদ্যত, এই পরিস্থিতিতে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই নির্দেশে তৃণমূলের বুদ্ধিজীবীরা সেখানে ধর্না শুরু করবেন। এ প্রসঙ্গেই বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ এই মন্তব্য করেন। চায়ে পে চর্চা কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের সম্প্রতি জন সংযোগ কর্মসূচি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের নকল করছেন অভিষেক।সম্প্রতি রাজ্যের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এক সময় জঙ্গল মহলের মানুষ নখ, সিং ওয়ালা পশুদের সাথে লড়াই করেছে, এখন তাদের তৃণমূলের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে হচ্ছে। এই মানুষরাই তৃণমূলকে দূর করবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর কেন্দ্রের বিজেপির বিধায়ক নিলার্দ্রী দানা, বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র।