অশান্তি ঠেকাতে বুথের মধ্যেই গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী। শনিবার পঞ্চায়েত ভোটের দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার হাতিশালায়। ভোটপ্রক্রিয়ার শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত এলাকা। সেখানকার প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছিল। বুথের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলোপাথাড়ি বোমা ছোড়ে বলে বিজেপির অভিযোগ। বোমার শব্দে আতঙ্ক ছড়ায় এলাকায়। বেশির ভাগ ভোটারই ভয়ে ভোটকেন্দ্রের দিকে যাননি। অন্য দিকে, বুথের মধ্যে তৃণমূল এবং বিজেপির গন্ডগোল একই রকম ভাবে জারি ছিল। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথের মধ্যে গুলি চালায় জওয়ানরা। যদিও এতে হতাহতের কোনও খবর নেই।
বস্তুত, নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েতের ভোটে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে বুথ তৈরি হয়েছে। সকাল থেকেই এলাকায় সন্ত্রাসের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আনুমানিক ২০টির বেশি বোমা ছুড়েছে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে। যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, এলাকায় অশান্তি করছে বিজেপি।