এক বিজেপি নেতার ক্ষেতের পটল গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর পানপাড়া গ্রামে৷ জমির মালিক প্রতাপ মহাজন এলাকার বিজেপির প্রাক্তন বুথ সভাপতি। বৃহস্পতিবার দুপুরে গোপালনগর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। যদিও এই ঘটনায় রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।“ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোষিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
বিজেপির প্রাক্তন বুথ সভাপতি প্রতাপবাবু বলেন, প্রায় দুই বিঘা জমির ফসল নষ্ট করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ বৃহস্পতিবার সকালে প্রতাপ মহাজন পটলের ফুল ছোঁয়াতে ক্ষেতে এসে দেখেন গাছের গোঁড়া থেকে সব কাটা রয়েছে৷ এই জমির উপর নির্ভর করে তার সংসার চলে৷ লক্ষাধিক টাকার ফসল নষ্ট করেছে বলে তার দাবি৷ অভিযোগ, এই বুথে বিজেপি সদস্য প্রচুর ভোটে জিতেছে। সেই আক্রোশে এই বিজেপি নেতার ক্ষেতের ফসল কেটে নষ্ট করা হয়েছে বলে অভিযোগ৷ এই নিয়ে রীতিমত ক্ষোভ ফুঁসছে বিজেপি কর্মী। এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি নেতা কর্মীরা। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এ প্রসঙ্গে তৃণমূল নেতা সৌমেন দত্ত বলেন, “গোটা ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তবে যারা করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি করছি। এখন রাজনৈতিক স্বার্থে বিজেপি আমাদের উপর দোষ চাপিয়ে ফায়দা তুলতে চাইছে।”