Tridhara Sammilani: ত্রিধারার পুজো মণ্ডপে ‘We want justice’ স্লোগান! আটক ৯

 আশঙ্কা ছিলই। খাস কলকাতায় এবার পুজো মণ্ডপে  ‘We want justice’ স্লোগান! ৯ জনকে আটক করল পুলিস। ঘটনাটি ঘটেছে ত্রিধারা সম্মিলনীতে। 

দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো ত্রিধারা সম্মিলনী। এই পুজোর উদ্যোক্তা তৃণমূল বিধায়ক, মেয়র পারিষদ দেবাশিস কুমার। আজ, বুধবার ষষ্ঠীর সন্ধ্যায় সেই ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে ঢুকে  ‘We want justice’স্লোগান দিলেন বেশ কয়েকজন। তাঁদের হাতে ছিল পোস্টার। তারপর? অভিযোগ, ওই যুবকদের দ্রুত সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিস। শুরু হয় বচসা। শেষে ৯ জনকে আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারে।

এদিকে পুজোর মধ্যেই ১০ দফা দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র জাক্তাররা। ৩ দিনের মাথায় আলোচনায় বসতে চেয়ে তাঁদের মেল পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। কবে? আজ, বুধবার। বৈঠকে যোগ দেওয়ার কথা আগেই জানিয়ে ছিলেন আন্দোলনকারীরা। ইতিমধ্যে স্বাস্থ্যভবনে পৌঁছেও গিয়েছেন তাঁরা।

ততক্ষণে মুখ্য়সচিবের মেল চলে এসেছে। এদিন ধর্মতলায় অনশনমঞ্চে গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। অনশম প্রত্যাহার করে নিতে বলেন। কিন্তু রাজ্যপালের প্রস্তাবে রাজি হননি জুনিয়র ডাক্তাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.