উত্তর ২৪ পরগনা, ১৫ মে:
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামীকাল থেকে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই ঘোষণা হতেই চিন্তার ভাঁজ পড়েছে উত্তর ২৪ পরগনার
বনগাঁর অটো, টোটো, বাস চালক থেকে পরিবহনের সাথে যুক্ত সকলের।
লাগাম ছাড়া করোনা সংক্রমণ রুখতে অবশেষে লকডাউনের পথেই হাঁটতে হলো রাজ্য সরকারকে। এই পূর্ণলক ডাউনে ১৬ তারিখ থেকে ৩০ মে পর্যন্ত সমস্ত রকম বেসরকারি যানবাহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ঘোষণা করতেই কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে পরিবহন কর্মীদের। রাজ্যের সব জায়গার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা ব্যতিক্রম নয়। আংশিক লকডাউনের যাত্রী কমলেও বাস চলছিল কিন্তু আগামীকাল থেকে পুরো বন্ধ হওয়ার কারণে বেতনহীন হয়ে পড়বে চালাক থেকে কন্ডাক্টর সকলেই। লকডাউনের প্রয়োজনীয়তার কথা মেনে নিয়ে অটো চালকরা দাবি করছেন, অটোর কিস্তি মেটানোর ব্যবস্থা কি ভাবে করবেন। কিস্তি মেটাতে মাঠে কাজ করতে যেতে হব বলে জানাচ্ছেন তাঁরা। টোটো চালকদের দাবি, “লকডাউন হলে কি করে সংসার চলবে, রাজ্য সরকার কিছু বিকল্প ব্যবস্থা করুক নাইলে সংসার কি করে চলবে।”