খড়্গপুর স্টেশনে কাজ চলবে। তার জেরে সপ্তাহান্তে ২৪ টি ট্রেন বাতিল করে দিল ইস্ট-কোস্ট রেল (পূর্ব-উপকূলীয় রেল)। সেই তালিকায় আছে করমণ্ডল এক্সপ্রস, যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, ফলকনুমা এক্সপ্রেসের মতো দক্ষিণ ভারতগামী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।
কোন কোন ট্রেন বাতিল থাকবে, তা দেখে নিন –
- ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
- ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে।
- ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
- ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
- ১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
- ১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস: ২৪ মে বাতিল থাকবে।
- ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
- ১৮০৪৬ হায়দরাবাদ-শালিমার ইস্ট-কোস্ট এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে।
- ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
- ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
- ২২৮৫৫ সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
- ২২৮৫৬ তিরুপতি-সাঁতরাগাছি এক্সপ্রেস: ২৩ মে বাতিল থাকবে।
- ১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
- ১২৮৪২ চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে।
- ১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস: ২১ এবং ২২ মে বাতিল থাকবে।
- ১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস: ২২ এবং ২৩ মে বাতিল থাকবে।
- ১৮৪০৯ শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
- ১৮৪১০ পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে।
- ১৮০৩৭ খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড মেমু: ২২ মে বাতিল থাকবে।
- ১৮০৩৮ জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর মেমু: ২২ মে বাতিল থাকবে।
- ১৮০২১ খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
- ১৮০২২ খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
- ১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
- ১২৮৬৪ যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে।