জাতীয় শিক্ষানীতি (NEP-2020)-তে বর্ণিত, ছাত্র ছাত্রীদের হাতে-কলমে পরিবেশ পাঠ এবং ছোট ছোট পড়ুয়াদের মধ্যে সৃজনশীল মনোভাবের বিকাশের উদ্দেশ্যে আজ পশ্চিম মেদিনীপুরের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ভেষজ আবীর তৈরির প্রশিক্ষণ দেওয়ার এক কর্মসূচি নেওয়া হয়।
ঐ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, রঙের উৎসব দোল এবং হোলিকে মাথায় রেখে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির ফলে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে যাওয়ার পাশাপাশি, খোলা বাজারে প্রচলিত রাসায়নিক রং থেকে দূরে থেকে ভেষজ উপাদানে তৈরী আবির ও রং ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এর ফলে সুস্থ থাকবে শৈশব।