সনাতন ধর্ম চিরন্তন সত্য! রাবণ, কংস, বাবর, ঔরঙ্গজেব ধ্বংস করতে পারেনি, ক্ষমতালোভী পরজীবীরাও পারবে না, হঙ্কার যোগীর

 আগেও সনাতন ধর্মের উপর অনেক আক্রমণ হয়েছে, কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারেনি। এবারও কিছু ক্ষমতালোভী পরজীবীর জন্য কোনো ক্ষতি হবে না। সনাতন ধর্ম চিরন্তন সত্য। তার বিনাশ করা সম্ভব নয়। বৃহস্পতিবার উত্তর প্রদেশ পুলিশের একটা অনুষ্ঠানে এভাবেই উদয়নিধি ও এ রাজার মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেলে উদয়নিধির একটি মন্তব্য ঘিরে সম্প্রতি তোলপাড় হয়েছে দেশ। উদারনিধি বলেছিলেন, সনাতন ধর্মকে মুছে ফেলা প্রয়োজন। করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো রোগের কেউ বিরোধিতা করে না। এগুলোকে নির্মূল করতে হয়। তেমনি সনাতন ধর্মের বিরোধিতা নয়, বিলুপ্ত করে ফেলতে হবে। এরপর ডিএমকে সাংসদ এ রাজা সনাতন ধর্মকে এইডস ও কুষ্ঠ রোগের সাথে তুলনা করেছেন।

উদয়নিধি বা এ রাজার নাম উল্লেখ না করলেও এই সব মন্তব্যের জবাব দিতে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। যোগী বলেন, রাবণের ঔদ্ধত্য সনাতন ধর্মের ক্ষতি করতে পারেনি। কংস সনাতন ধর্মকে নাড়াতে পারেনি। বাবর, ঔরঙ্গজেব এই ধর্মের কিছু করতে পারেনি, কিছু ক্ষমতালোভী পরজীবীও এই সনাতন ধর্মের কিছু করতে পারবে না। আদিত্যনাথ বলেন, কোনো কোনো সময় সনাতন ধর্মের ক্ষতি করতে গিয়ে কিছু লোক গোটা মানব সভ্যতাকে সংকটে ফেলে দিয়েছে। সনাতন ধর্ম সূর্যের মতো। কেউ মূর্খ হলেই একমাত্র সূর্যের দিকে থুতু ছেটাতে চেষ্টা করে। যা কিনা ফিরে নিজের গায়ে লাগে। যারা দেবতার ধ্বংস করতে চেষ্টা করেছে, তারা শেষ পর্যন্ত নিজেদের ধ্বংস করেছে। ৫০০ বছর আগে সনাতন ধর্মকে কেউ অপমান করেছিল। আর আজ অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে। শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে উন্নতিতে বাধা সৃষ্টি করছে বিরোধীরা। এতে কোনো কাজ হবে না।

আদিত্যনাথ এখানেই থেমে থাকেননি। তিনি বলেন, যুগ যুগ ধরে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। রাবণ চেষ্টা করেনি? হিরণ্য কাশ্যপ দেবতাদের অপমান করার চেষ্টা করেনি? কিন্তু তারা নিজেরাই ধ্বংস হয়েছে। সনাতন ধর্ম হলো চিরন্তন সত্য। এই ধর্মের কোনো ক্ষতি কেউ করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.