Trade Fair, West Midnapur, পশ্চিম মেদিনীপুরে শুরু ট্রেড ফেয়ার ২০২৪, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত

 বিদ্যাসাগর হলে মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল ট্রেড ফেয়ার ২০২৪। জেলা ও শহরের ৪৫টি ছোট বড় স্টল বসবে এই মেলায়। বিভিন্ন রকমারি স্টলের সঙ্গে থাকছে প্রতিদিন সাংস্কৃতিক ও মনোরঞ্জন মূলক অনুষ্ঠান। মেলা ঘিরে উৎসাহ মেলা প্রেমীদের।

বিদ্যাসাগর হলে মেলার উদ্বোধন প্রতি বছরের মতো এ বছরও বুধবার ভেন্ডার ডেভলপমেন্ট প্রোগ্রাম ২০২৪- এর মধ্যে দিয়ে হলো বিদ্যাসাগর হলে। এই মেলার উদ্যোক্তা এবং আয়োজনে ছিল ব্রাঞ্চ ডেভলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলেশন অফিস দুর্গাপুর। সেই সঙ্গে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং দ্য বেঙ্গল চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সঙ্গে কনফেডারেশন অফ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করলো এই ট্রেড ফেয়ার। এই মেলায় থাকছে ছোট বড় মিলিয়ে প্রায় ৪৫টি রকমারি স্টল। আগামী ১১, ১২, ১৩ এবং ১৪ ডিসেম্বর মোট চার দিন ধরে চলবে এই মেলা ও অনুষ্ঠান।

প্রতিদিন সন্ধেয় থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলা ঘিরে উৎসাহী মেদিনীপুরের ছোট বড় ব্যবসায়ীরা। এদিন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করেন। মন্ত্রী ছাড়াও এদিন মঞ্চে ছিলেন অতিরিক্ত জেলাশাসক, ছিলেন ডিসিসিআই সভাপতি ত্রিনাথ চ্যাটার্জি, ডিসিসিআই সহ সভাপতি রামমোহন ব্যানার্জি, অরিজিৎ দে, দীপঙ্কর দে, সিদ্ধার্থ নন্দী, প্রদীপ কুমার দাস, রাজশ্রী মাঝি, তাপস রায়, চন্দন রায়, অসীম কাইতি, এডি বর্মন সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.