দুর্গাপুজোর সময় ঝাড়গ্রামে বেড়াতে আসা পর্যটকদের কাছে বড় পাওনা। দীর্ঘদিন পর দুর্গা পুজোর সময় শুরু হলো ঝাড়গ্রামে সার্কাস। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের পাহাড় জঙ্গলে বেড়ানোর স্বাদ উপভোগ করার পর এক ফাঁকে পর্যটকরা সময় করে সার্কাস দেখার আনন্দ নিতে পারবে এবার। ঝাড়গ্রাম শহরের জামদা এলাকার পৌর ময়দানে অনুষ্ঠিত হচ্ছে উজালা সার্কাস। শুক্রবার সন্ধ্যায় সার্কাসের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, ভাইস চেয়ারম্যান সুখী সরেন, বিনপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক চুনিবালা হাঁসদা, এছাড়াও ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর।
উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “পুজোর আগে এই সার্কাসের যথেষ্ট গুরুত্ব রয়েছে। দর্শনার্থীরা প্রতিমা দর্শনের পাশাপাশি সার্কাস দেখতে পাবে এবং দূর দূরান্তের যে সমস্ত পর্যটকরা বেড়াতে এসেছে তারা ওই সার্কাসের আনন্দ উপভোগ করতে পারে।” বীরবাহা আবেগপ্রবণ হয়ে বলেন, “সেই ছোট্ট বেলায় সার্কাস দেখেছিলাম, আজ বহুদিন পর আবার সার্কাস দেখার সুযোগ পেলাম”।
উজালা সার্কাসের ম্যানেজার রূপেশ কুমার সিং বলেন, “আজ থেকে ঝাড়গ্রামের মানুষের জন্য আমরা উজালা সার্কাস শুরু করলাম। আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত চলবে। সারাদিনে তিন বার খেলা দেখানো হবে দুপুর একটা, বিকেল চারটা, সন্ধ্যা সাতটা। মূল্য খুব সামান্য রাখা হয়েছে গ্যালারির জন্য ৫০ টাকা, মিডিল চেয়ারের জন্য ৭০ টাকা এবং সামনের চেয়ারের জন্য ১০০ টাকা। আমি দাবি করে বলতে পারি আমাদের সার্কাস একবার দেখতে এলে তার বারবার আসতে ইচ্ছা করবে”।