বর্ষার শুরুতেই কচ্ছপের বাচ্চা উদ্ধার। বৃহস্পতিবার দুপুরে গলসির বাহিরঘন্ন্যা গ্রামের পাশের জমিতে ৭ টি কচ্ছপের বাচ্চা নজরে পড়ে বাসিন্দাদের। গ্রামেরই এক যুবক কচ্ছপের বাচ্চাগুলো উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর দেয় বন দফতরে। খবর পেয়ে ওই গ্রামে পৌঁছায় পানাগড় রেঞ্জের বনকর্মীরা। কচ্ছপের বাচ্চাগুলি উদ্ধার করে স্থানীয় একটি দিঘিতে ছেড়ে দেয়।
পানাগড় রেঞ্জের বনাধিকারিক সুভাষ পাল জানান, “বর্ষা নামতে কচ্ছপগুলো মাঠে বেরিয়েছিল। ৭টি বাচ্চা কচ্ছপ ছিল। তাদের উদ্ধার করে গ্রামেরই একটি দীঘিতে ছাড়া হয়েছে।”