সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিদেশ মন্ত্রীকে এক হাত নিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয় শঙ্কর। বিলাবলকে সন্ত্রাস জগতের মুখপাত্র বলে আক্রমণ শানিয়েছেন তিনি।
শুক্রবার গোয়ায় সাংহাই ও অপারেশন অর্গানাইজেশনের বিদেশ মন্ত্রীদের সম্মেলনে পাকিস্তানকে তুলেধনা করেন জয় শঙ্কর। তিনি বলেন, বিলাবল জারদারি এসইও সদস্য দেশের প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন। এটা বহু আঙ্গিক কূটনীতির অংশ মাত্র। এর চাইতে বেশি কিছু বলে আমরা মনে করি না। বিলাবল সন্ত্রাস জগতের পৃষ্ঠপোষক ও মুখপাত্র।
কাশ্মীর নিয়ে একাধিক যুদ্ধ, ভারতের বিরুদ্ধে আইএসআইয়ের লাগাতার ছায়া যুদ্ধ, মুম্বাইয়ে জিহাদি হামলা ও পুলওয়ামার ঘটনা সবমিলিয়ে ভারত পাকিস্তানের চাপানউতোরের সম্পর্কের মধ্যে এক দশক পর ভারতে পা রাখেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী। ফলে তাকে নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। অনেকে মনে করেছিলেন আলোচনার টেবিলে দেখা যেতে পারে না ইসলামাবাদকে। কিন্তু সন্ত্রাসবাদের প্রশ্নে কোন আপোষ হবে না বলে স্পষ্ট করে দেন জয় শংকর। দু’ দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভব্য জল্পনা উড়িয়ে বিদেশ মন্ত্রী জয় শঙ্কর বলেন, ভুক্তভোগীরা সন্ত্রাসবাদের জনকের সঙ্গে সন্ত্রাস নিয়ে আলোচনা করে না। এ বিষয়ে পাকিস্তানে বিশ্বাসযোগ্যতা তাদের বিদেশি মুদ্রা ভান্ডারের মতোই তলানিতে ঠেকেছে।
পাকিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে করমর্দনের বদলে হাতজোড় করে নমস্কার জানান ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে দু’দিনের অনুষ্ঠানে প্রথম দিনে চিনা বিদেশ মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা ও সীমান্ত সমস্যা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ইউক্রেন যুদ্ধের আবহে রুশ বিদেশ মন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।