দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য আজই সম্পন্ন হবে রাজধানী দিল্লিতে। তামিলনাড়ুর কুন্নুরে এক মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেনদেশের প্রতিরক্ষা প্রধান। বিধ্বস্ত সেই কপ্টারে জেনারেল রাওয়াতের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ আরও ১৩ জন সেনা কর্মী। তাঁদের মধ্যে ভাগ্যক্রমে বেঁচে রয়েছেন শুধুমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। বাকিদের পার্থিব দেহ গতকালই সুলুর এয়ারবেস থেকে বিশেষ বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লির পালম বিমানঘাঁটিতে। সেখানেই গলকাল সন্ধ্যায় ফুল দিয়ে প্রয়াত জেনারেলকে সম্মান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং তিন সামরিক বাহিনীর প্রধানরাও।
জানা গিয়েছে, ৭ কামরাজ মার্গে জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের দেহ নিয়ে যাওয়া হবে আজ সকালে। সেখানে সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দেহ রাখা থাকবে। সাধারণ মানুষ, পরিজন এবং বিশিষ্ট ব্যক্তিরা এই সময় গিয়ে নিজেদের শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন। পরে সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সেনা কর্মী এবং আধিকারিদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে। এরপর দুপুর দুটোর সময় শুরু হবে জেনারেল রাওয়াতের শেষ যাত্রা। আজ বিকেল ৪টের সময় পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হবে জেনারেল রাওয়াতের ও তাঁর স্ত্রীর। তাছাড়া আজ সকাল ৯টায় শেষকৃত্য সম্পন্ন হবে দুর্ঘটনায় মৃত ব্রিগেডিয়ার এলএস লিড্ডারের।
এদিকে সেনার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তিনজনেরই দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। বিধ্বংশী ক্র্যাশের বিভীষিকায় বাকি দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে তা শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়েছে। তবে দেহ শনাক্তকরণের কাজ সম্পন্ন হলে দেহগুলি নিজ নিজ পরিবার সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।