শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে নির্বাচনবিধি অনুযায়ী শেষ প্রচারের দিন বৃহস্পতিবার। এদিন লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। হুডখোলা গাড়িতে চেপে মানুষের সঙ্গে জনসংযোগের মাধ্যমে ভোট প্রার্থনা করেন তিনি।
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর লোকসভা কেন্দ্রে, তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। নাম ঘোষণার পর থেকেই লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় প্রচার করেছেন তিনি। তবে বৃহস্পতিবার ছিল শেষ দিনের প্রচার। তারপর মাঝে একটা দিন এবং শনিবার নির্বাচন। তাই মানুষের মধ্যে শেষ বেলায় জনসংযোগ করতে মরিয়া তিনি। এদিন সকালে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মদনমোহনচক, গামা এলাকায় তিনি হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন। কথা বলেন মানুষের সঙ্গে, জানতে চান তাদের সুবিধা ও অসুবিধার কথা। এরপর তিনি খড়্গপুর শহরের পৌর এলাকার ২৯ নম্বর ওয়ার্ডে প্রচার করেন।
প্রসঙ্গত, মেদিনীপুর লোকসভা কেন্দ্র পরিচিত ছিল বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের খাসতালুক হিসেবে। কিন্তু সেই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। ইতিমধ্যে মিঠুন, নরেন্দ্র মোদী সহ একাধিক নেতা-মন্ত্রীরা সভা, প্রচার করেছেন অগ্নিমিত্রার হয়ে।
অন্যদিকে জুন মালিয়ার হয়েও সভা রোড শো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সোহম চট্টোপাধ্যায়, দীপক অধিকারী ওরফে দেব, মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ অন্যান্য নেতারা। আজ সকালে মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে টোটোতে চড়ে রোড শো করেন। পরে দুপুরে খড়্গপুরের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি পালন করেন। শেষ বেলায় জুন মালিয়ার সমর্থনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী, জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে প্রায় হাজার খানেক তৃণমূল সমর্থিত ছাত্র ছাত্রীদের নিয়ে মোটরসাইকেল মিছিল বের হয়।
কঠিন লড়াই হতে চলেছে মেদিনীপুর লোকসভা আসনে। মাঝে আর একটা দিন, তার পরেই নির্বাচন। জবাব দেবেন মানুষই। তবে কে জয়লাভ করে তার জন্য অপেক্ষা শুধু সময়ের।