বিডিআর রেলপথে বাঁকুড়ার সাথে হাওড়ার সরাসরি সংযোগ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। আগামী দশ মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে বলে জানিয়ে বাকুঁড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, বাকুঁড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বিডিআর রেলপথে সরাসরি হাওড়ার সাথে সংযোগ স্থাপন। মোদীজি সেই আশা পূরণ করলেন।
তিনি বলেন, সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই বাকুঁড়াবাসীর এই দাবি পূরণে আমি উদ্যোগ গ্রহণ করি। করোনা পরিস্থিতি কাটিয়ে ১৮/২/২২ এবং ৯/৯/২২ তারিখে দুটি বৈঠকে আমি এই দাবি রূপায়নে জোর দিই। বাকুঁড়া-মশাগ্ৰাম রেলপথটি দক্ষিণ পূর্ব রেলের অধীনে, আর মশাগ্ৰাম থেকে হাওড়া রেলপথটি পূর্ব রেলের অধীনে। এই দুই বিভাগের রেলপথ পরিদর্শনের পর অনুমোদন চূড়ান্ত হয়। এই বাবদ ৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিডিআর রেলপথে বাকুঁড়ার সঙ্গে হাওড়ার সরাসরি সংযোগ স্থাপন হলে অল্প সময়েই
জেলাবাসীর কলকাতা যাতায়াত সম্ভব হবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে বাকুঁড়া জেলা জুড়ে খুশির হাওয়া।