Time’s 100 most influential people 2022: বিশ্বেও আদানি জাদু, প্রথম ১০০ প্রভাবশালী তালিকায় আছেন করুণা, পারভেজ

1/7টাইমস ম্যাগাজিনের বিশ্বের প্রথম ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পেলেন গৌতম আদানি। সেই তালিকায় আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী করুণা নন্দী এবং কাশ্মীরি মানবাধিকার কর্মী খুরাম পারভেজ। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক এবং এএনআই)

সর্বমোট ছ'টি শ্রেণি তৈরি করা হয়েছে - আইকন, পাওয়ানিয়ার্স, টাইটানস, আর্টিস্ট, লিডার্স এবং ইনোভেটর্স। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
2/7সর্বমোট ছ’টি শ্রেণি তৈরি করা হয়েছে – আইকন, পাওয়ানিয়ার্স, টাইটানস, আর্টিস্ট, লিডার্স এবং ইনোভেটর্স। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
টাইটানস তালিকায় আছেন আদানি গ্রুপের গৌতম আদানি। সেই তালিকায় আছেন অ্যাপেলের সিইও টিম কুক, ওপরা উইনফ্রের মতো ব্যক্তিত্বরা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/7টাইটানস তালিকায় আছেন আদানি গ্রুপের গৌতম আদানি। সেই তালিকায় আছেন অ্যাপেলের সিইও টিম কুক, ওপরা উইনফ্রের মতো ব্যক্তিত্বরা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে আদানি গ্রুপকে ভারতের দোর্দণ্ডপ্রতাপ সংস্থা বলা হয়েছে। সঙ্গে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে ভারতকে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য নিয়েছেন নরেন্দ্র মোদী, তাতে আদানির উত্থান হয়ত সবে শুরু হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/7টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে আদানি গ্রুপকে ভারতের দোর্দণ্ডপ্রতাপ সংস্থা বলা হয়েছে। সঙ্গে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে ভারতকে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য নিয়েছেন নরেন্দ্র মোদী, তাতে আদানির উত্থান হয়ত সবে শুরু হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
'লিডার' তালিকায় আছেন সুপ্রিম কোর্টের করুণা নন্দী। যে তালিকায় আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, চিনা প্রেসিডেন্ট শি জিনশিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Karuna Nundy)
5/7‘লিডার’ তালিকায় আছেন সুপ্রিম কোর্টের করুণা নন্দী। যে তালিকায় আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, চিনা প্রেসিডেন্ট শি জিনশিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Karuna Nundy)
টাইমসের প্রতিবেদন অনুযায়ী, করুণা শুধু একজন আইনজীবী নন, তিনি হলেন একজন সমাজকর্মী। যিনি আদালতের ভিতরে এবং বাইরে নিজের কণ্ঠস্বরের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসেন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Karuna Nundy)
6/7টাইমসের প্রতিবেদন অনুযায়ী, করুণা শুধু একজন আইনজীবী নন, তিনি হলেন একজন সমাজকর্মী। যিনি আদালতের ভিতরে এবং বাইরে নিজের কণ্ঠস্বরের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসেন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Karuna Nundy)
করুণার মতো 'লিডার' তালিকায় আছেন পারভেজ। তাঁর বিষয়ে লিখেছেন সাংবাদিক রানা আয়ুব। তিনি বলেছেন, 'কাশ্মীর এলাকায় মানবাধিকার লঙ্ঘন এবং অবিচারের প্রাণপণ লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে তাঁর কণ্ঠস্বর ছড়িয়ে পড়েছে।' (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Khurram Parvez)
7/7করুণার মতো ‘লিডার’ তালিকায় আছেন পারভেজ। তাঁর বিষয়ে লিখেছেন সাংবাদিক রানা আয়ুব। তিনি বলেছেন, ‘কাশ্মীর এলাকায় মানবাধিকার লঙ্ঘন এবং অবিচারের প্রাণপণ লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে তাঁর কণ্ঠস্বর ছড়িয়ে পড়েছে।’ (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Khurram Parvez)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.