“বাঘে গরুতে একঘাটে জল খাবে, ২৬-এর বিধানসভায় তৃণমূল, সিপিএম ও কংগ্রেস একসাথে লড়াই করবে,” দাবি সুকান্তর

 পঞ্চায়েত ভোট নিয়ে কাটাছেঁড়া চলছে। তার মধ্যেই ২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে বড় ভবিষ্যতবাণী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ২৪ এর পর এমন পরিস্থিতি তৈরি হবে যে এই রাজ্যে বাঘে গরুতে একঘাটে জল খাবে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, সিপিএম এবং কংগ্রেস মিলেই তৃণমূলকে পঞ্চায়েত নির্বাচনে জিতিয়েছে। ছদ্মবেশে তৃণমূলের হয়েই লড়াই করছে সিপিএম এবং কংগ্রেস। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের তৃণমূল, সিপিএম ও কংগ্রেস জোট বেঁধে লড়াই করলে অবাক হবেন না বলে জানিয়েছেন তিনি। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন সুকান্ত। এরপর বিধানসভায় অনন্ত মহারাজের মনোনয়ন জমা দেওয়ার মুহূর্তে উপস্থিত ছিলেন। সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেই তিনি দাবি করলেন, তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস এক জোট হয়ে আগামী দিনে লড়াই করবেন।

পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের লড়াইয়ের প্রসঙ্গে সুকান্ত বলেন, কোথায় লড়াই করেছে বরং ভোট কেটে বেশ কয়েক জায়গায় তৃণমূলকে জিতিয়েছে কংগ্রেস ও সিপিএম। পঞ্চায়েতে এক ভোটেও হারজিত হয়। ছদ্মবেশে লড়াই করেছে সিপিএম ও কংগ্রেস। দেখাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, প্রকারান্তে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস। ইতিমধ্যেই পাটনায় ও ব্যাঙ্গালুরুতে বিরোধীদের বৈঠক হয়েছে। সেখানে কংগ্রেস, তৃণমূল ও সিপিএমের মধ্যে নয়া সমীকরণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সুকান্ত এদিন সেই প্রসঙ্গকেই টেনে আনেন। তাঁর কথায়, আমি বলছি কি হয় দেখুন, কেন্দ্রের দিকে নজর রাখুন। ২০২৪-এ কি হয় দেখুন। ২৪ -এর পর বাঘে গরুতে এক ঘাটে জল খাবে। ২০২৬-এর রাজ্য বিধানসভা নির্বাচনের তৃণমূল সিপিএম কংগ্রেস একজোট হয়ে লড়াই করলেও অবাক হবো না।

একই সঙ্গে তাঁর দাবি, ১৮ সালের ফলাফলের পর আমরা যদি এতগুলো সিট পেয়ে থাকি ১৯- এর লোকসভায়, তাহলে নিশ্চিত ভাবে আমাদের এবারের লোকসভাতেও আসন বাড়বে। ঐকিক নিয়ম তো তাই বলছে। অপেক্ষা করুন ২৪এ কি হয় দেখা যাবে, কার কত দাম আছে‌ বোঝা যাবে। তিনি বলেন, বিরোধীরা খেলা হবে স্লোগান দিলেও খুব তাড়াতাড়ি এরাজ্যে আমরা খেলব। এই প্রসঙ্গে তিনি মহারাষ্ট্রের কথাও উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.