এলাকায় বাঘের পায়ের ছাপ। ঘটনায় আতঙ্ক ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপিঠ কোস্টাল থানার অন্তর্গত ভুবনেশ্বরী গৌড়েরচক এলাকায়। শনিবার সকালে গ্রামের মানুষ গ্রামের দিকে নদীর চড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তাঁরাই বন দফতরকে ও পুলিশকে খবর দেয়। বন দফতর ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।
প্রাথমিক অনুমান গ্রামের দিকে নদীর পাড়ে থাকা ম্যানগ্রোভের জঙ্গলে এখনও বাঘটি রয়েছে। আর সেই কারণে সেই এলাকায় নাইলনের জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে বন দফতর। পাশাপাশি এলাকায় পাহারার ব্যবস্থাও করা হচ্ছে গ্রামবাসীদের সাথে নিয়ে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
বন দফতরের দাবি, উল্টোদিকের আজমলমারির জঙ্গল থেকে বাঘ বেড়িয়ে নদী সাঁতরে গ্রামে চলে এসেছে। প্রয়োজনে খাঁচা পাতা হবে বাঘ ধরার জন্য বলে জানিয়েছে বন দফতর।