এবার হিজাব বিতর্কের আঁচ পশ্চিমবঙ্গেও। পশ্চিম মেদিনীপুরে কেশপুরের মুগবাসান হাক্কানিয়া হাই স্কুলের এক শিক্ষিকা ছাত্রীদের হিজাব পরা নিয়ে কটাক্ষ করেছেন বলে অভিযোগ। শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীদের ধর্ম তুলে মন্তব্য করার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে দুপুরে স্কুলের সামনে পথ অবরোধ করেন ছাত্র-ছাত্রী, অভিভাবকরা।
এই বিক্ষোভের ফলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। শেষ পর্যন্ত ওই শিক্ষিকা প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিতে বাধ্য হন। এরপর পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে। অবরোধ তোলা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রীকে হিজাব পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ওই শিক্ষিকা। ছাত্রীরা বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের শিক্ষিকার কথা জানায়। এতে ক্ষিপ্ত হন অভিভাবকরা। শুক্রবার স্কুল খুলতেই ছাত্র-ছাত্রী, অভিভাবকরা স্কুলের সামনে জড়ো হয় এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি শিক্ষিকাকে সাসপেন্ড করতে হবে।
শুরু হয় অবরোধ, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় কেশপুর-চন্দ্রকোনা রোড রাজ্যসড়কে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও বিক্ষোভকারীদের তরফে শিক্ষিকার শাস্তির দাবি ওঠে। স্কুল পরিচলন সমিতি, পুলিশ প্রশাসন ও শিক্ষকদের দীর্ঘ আলাপ আলোচনা শেষে ওই শিক্ষিকা ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।