বিক্রি হতে পারে রেলের এই সংস্থা, দ্রুত শুরু হবে প্রক্রিয়া

1/5শীঘ্রই ভারতীয় রেলের জমির লাইসেন্স ফি কমতে পারে। বিজনেস টুডের রিপোর্ট অনুযায়ী, সরকার অর্থ মন্ত্রকের প্রস্তাব বিবেচনা করে ৬% থেকে কমিয়ে ৩% করতে পারে। দ্রুত সায় দিতে পারে মন্ত্রিসভা। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)

সমালোচকদের মতে, এই পদক্ষেপের ফলে রাষ্ট্র-চালিত কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের(CONCOR) বেসরকারিকরণের প্রক্রিয়া সহজতর হবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
2/5সমালোচকদের মতে, এই পদক্ষেপের ফলে রাষ্ট্র-চালিত কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের(CONCOR) বেসরকারিকরণের প্রক্রিয়া সহজতর হবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
চলতি মাসের শেষেই অনুমোদন দেওয়া হতে পারে। ২০২১ সালে, রেল মন্ত্রক জমি ইজারা নীতির একটি খসড়া নোট প্রকাশ করেছিল। তাতে জমি লাইসেন্স ফিতে ২% হ্রাস করার পরামর্শ দেওয়া হয়। সূত্রের খবর, গত বছর অর্থ মন্ত্রক এতে অনুমোদন দিয়েছিল। চলতি মাসের শেষের দিকে মন্ত্রিসভা অনুমোদন মিলতে পারে। ফাইল ছবি: পিটিআই (PTI)
3/5চলতি মাসের শেষেই অনুমোদন দেওয়া হতে পারে। ২০২১ সালে, রেল মন্ত্রক জমি ইজারা নীতির একটি খসড়া নোট প্রকাশ করেছিল। তাতে জমি লাইসেন্স ফিতে ২% হ্রাস করার পরামর্শ দেওয়া হয়। সূত্রের খবর, গত বছর অর্থ মন্ত্রক এতে অনুমোদন দিয়েছিল। চলতি মাসের শেষের দিকে মন্ত্রিসভা অনুমোদন মিলতে পারে। ফাইল ছবি: পিটিআই (PTI)
লাইসেন্স ফি হল রেলের মালিকানাধীন জমি ব্যবহারের জন্য ভারতীয় রেলের আরোপিত একটি বার্ষিক ফি। ফাইল ছবি: পিটিআই  (PTI)
4/5লাইসেন্স ফি হল রেলের মালিকানাধীন জমি ব্যবহারের জন্য ভারতীয় রেলের আরোপিত একটি বার্ষিক ফি। ফাইল ছবি: পিটিআই  (PTI)
২০১৯ সালের নভেম্বরে, কেন্দ্রীয় মন্ত্রিসভা CONCOR-এ সরকারের ৩০.৮% অংশীদারিত্বের পাশাপাশি ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ হস্তান্তরের অনুমোদন করে। পরবর্তীকালে, ২০২০ সালে নতুন ভূমি লাইসেন্সিং ফি নীতির ফলে CONCOR-এর খরচ বৃদ্ধি পায়। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)
5/5২০১৯ সালের নভেম্বরে, কেন্দ্রীয় মন্ত্রিসভা CONCOR-এ সরকারের ৩০.৮% অংশীদারিত্বের পাশাপাশি ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ হস্তান্তরের অনুমোদন করে। পরবর্তীকালে, ২০২০ সালে নতুন ভূমি লাইসেন্সিং ফি নীতির ফলে CONCOR-এর খরচ বৃদ্ধি পায়। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.