প্রথমে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার। তার পরে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার। পরপর দুই ম্যাচে হেরে রীতিমতো চাপে পড়ে গিয়েছে বিরাট কোহলি বাহিনী। তাদের সেমিফাইনালে যাওয়ার আশাও কার্যত বিশ বাও জলে। তীব্র সমালোচনা চলছে ভারতকে নিয়ে। কোহলির অধিনায়কত্বও প্রশ্নের মুখে। এমন কী মহেন্দ্র সিং ধোনি, রবি শাস্ত্রীকেও ছেড়ে কথা বলা হচ্ছে না। এই পরিস্থিতিতে কোহলির ভারতের পাশে দাঁড়িয়ে সরব হলেন কেভিন পিটারসেন।
পিটারসেন কোহলিদের পাশে দাঁড়িয়ে হিন্দিতে একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন, ‘খেলায় একজন বিজেতা এবং পরাজিত পক্ষ থাকে। কোনও খেলোয়াড়ই হারতে মাঠে নামে না। নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবচেয়ে বড় সম্মানের। দয়া করে এটা বোঝার চেষ্টা করুন, এই ম্যাচ যারা খেলে, তারা রোবট নয় এবং ওদেরও সব সময়ে সমর্থন প্রয়োজন।’ট্রেন্ডিং স্টোরিজ
এ দিকে পরপর দু’ম্যাচ হেরে যাওয়ার পর সেমিফাইনালে যাওয়ার আশা ভারতের কার্যত শেষ।তবে অত্যন্ত জটিল এক অঙ্কের হিসেব যদি কোনও ভাবে মিলে যায়, তবে ভারত এখনও সেমিফাইনালে যেতে পারে। তবে সেই অঙ্কের সমাধান করাটা পুরোটা ভারতের হাতে আর নেই। কারণ নিজেদের জয়ের পাশাপাশি ভারতকে এখন নিউজিল্যান্ডের পয়েন্ট নষ্টের দিকেও তাকিয়ে থাকতে হবে।
ভারতের হাতে এখনও তিনটি ম্যাচ রয়েছে। আর এটা পরিষ্কার, ভারতকে তিনটি ম্যাচই জিততে হবে। কিন্তু রানরেটের যা পরিস্থিতি, তাতে ভারতকে তিনটি ম্যাচই বিশাল বড় ব্যবধানে জিততে হবে। আর নিউজিল্যান্ডকে অন্তত একটি ম্যাচে হারতেই হবে। আফগানিস্তানের কাছে হারলে ভারত কিছুটা বেশি সুবিধে পাবে।