কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে আজ সকাল থেকে চলছে দুই কেন্দ্রের উপনির্বাচন। সুষ্ঠু এবং অবাধ ভোট গ্রহণের জন্য দুটি কেন্দ্রে মোট ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে আসানসোলে বুথের সংখ্যা বেশি থাকায় শুধুমাত্র সেখানেই ১২১ কোম্পানি এবং ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বালিগঞ্জে। তারপরেও ভোট গ্রহণ শুরু হতেই বালিগঞ্জ এবং আসানসোলের বিভিন্ন বুথে রিগিং করার অভিযোগ তুলেছে বিরোধীরা। সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিল নির্বাচন কমিশন। কোথাও কোনও রিগিং হয়নি বলেই জানিয়েছে নিবার্চন কমিশন।
এদিন আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু হয়। তাঁর কনভয়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ১৭৫ এবং ১৭৬ নম্বর বুথের কাছে কাছে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশের কুইক রেসপন্স টিম, সেক্টর পুলিশ অফিসার এবং সেক্টর ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে আসানসোলের কমিশনার। অগ্নিমিত্রা পাল নিজে এদিন রিগিংয়ের অভিযোগ তুলেছেন। অন্যদিকে, বালিগঞ্জের বিভিন্ন বুথেও রিগিংয়ের অভিযোগ উঠেছে। বালিগঞ্জের বিশপ কলেজের বুথে ভুয়ো ভোটার দিয়ে ভোট করানোর অভিযোগ তুলেছেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।
এই অভিযোগগুলির প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এইধরনের কোনও অভিযোগ এখনও পর্যন্ত ধরা পড়েনি। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অগ্নিমিত্রা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কর্মীর মতো ব্যবহার করছেন। তার ওপর নির্বাচন কমিশন যেখানে নিজেই বলেছে রিগিং হচ্ছে না তাহলে এটাই তো শেষ কথা।’