বঞ্চনার অভিযোগে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন মুখ্যমন্ত্রী গঠিত কোভিড ওয়ারিয়র ক্লাবের সদস্যরা। সোমবার মুর্শিদাবাদের বহরমপুরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখা তাঁরা। করোনাযোদ্ধাদের অভিযোগ, তাঁদের ধীরে ধীরে বসিয়ে দেওয়া হচ্ছে। কাজ করলেও বেতন পাচ্ছেন না অনেকে।
করোনা রোগীদের সুশ্রুষায় করোনা যোদ্ধাদেরই কাজে লাগানোর পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য করোনা থেকে সেরে ওঠা যুবক যুবতীদের নিয়ে তৈরি করেছিলেন কোভিড ওয়ারিয়র ক্লাব। তেমনই ৩২ জন কোভিডযোদ্ধা রয়েছেন মুর্শিদাবাদে। তাঁদের অভিযোগ, আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত তাদের চুক্তি থাকলেও তাঁদের কাজ দেওয়া হচ্ছে না। ফলে অনিশ্চয়তায় ভুগছেন তাঁরা। যদিও অন্য জেলায় করোনাযোদ্ধারা কাজ করছেন।ট্রেন্ডিং স্টোরিজ
কাজে পুনর্নিয়োগের দাবিতে তাঁরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাছে আবেদন জানান। সঙ্গে তাঁদের দাবি, কাজ করলেও নিয়মিত বেতন পাচ্ছেন না অনেকে। যার ফলে সংসার চালাতে নাভিশ্বাস উঠছে তাঁদের। এব্যাপারে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।