ডিসেম্বর মাস পড়লেও শীতের কনকনে মেজাজ এখনও দেখা দেয়নি কলকাতায়। পারদের ওঠানামা লেগেই রয়েছে। মন্দৌস ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলেও তাপমাত্রায় খুব একটা হেরফের হয়নি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি বেশি। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না।
৩ দিন পর থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে হাওয়া অফিসের অনুমান। আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্য দিকে, দক্ষিণ আন্দামান সাগরে এখনও ঘূর্ণাবর্তের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই ঘূর্ণাবর্তের দিকে নজর রাখছেন আবহবিদরা। আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বছর শেষের বড়দিন কিংবা নতুন বছরের শুরুতে।