দেশ ছাড়ার কোনও উপায় নেই! স্যাটেলাইটে ধরা পড়ল মরিয়া আফগানদের হৃদয়বিদারক দৃশ্য

1/5অধিকাংশের মাথার উপর ছাদ নেই। পর্যাপ্ত খাবার বা ওষুধপত্রও নেই। আছে তো শুধু আতঙ্ক। এরপর থেকেই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জনস্রোত দেখা যায়। ছবি সৌজন্যে ম্যাক্সার ভায়া রয়টার্স, টার্মিনালে পিলপিল করছে মানুষ (via REUTERS)

সড়কপথে আফগানিস্তান ছাড়ার উপায় নেই। তাই হাজার হাজার মানুষের গন্তব্য ছিল বিমানবন্দর। ৬৫টি দেশ আবেদন জানিয়েছে যাতে যেসব নাগরিক আফগানিস্তান ছাড়তে চান তাঁদের বাধা না দেওয়া হয়। অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি, জার্মানি, কাতার ও আমেরিকার মতো দেশ একত্রিত হয়ে এই আবেদন জানিয়েছে তালিবানের প্রতি। ছবি: কাবুল বিমানবন্দর যাওয়ার পথে (HT_PRINT)
2/5সড়কপথে আফগানিস্তান ছাড়ার উপায় নেই। তাই হাজার হাজার মানুষের গন্তব্য ছিল বিমানবন্দর। ৬৫টি দেশ আবেদন জানিয়েছে যাতে যেসব নাগরিক আফগানিস্তান ছাড়তে চান তাঁদের বাধা না দেওয়া হয়। অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি, জার্মানি, কাতার ও আমেরিকার মতো দেশ একত্রিত হয়ে এই আবেদন জানিয়েছে তালিবানের প্রতি। ছবি: কাবুল বিমানবন্দর যাওয়ার পথে (HT_PRINT)
কাবুলে তালিবান যোদ্ধাদের প্রবেশের খবর শুনতেই আতঙ্কে কাবুল বিমানবন্দরগামী হন কাবুলের বহু মানুষ। এককালে আমেরিকা বা ন্যাটোভুক্ত দেশের সঙ্গে কাজ করা আফগানরা জীবনের আশঙ্কায় পরিবার নিয়ে পৌঁছে যান বিমানবন্দরে। ছবি সৌজন্যে ম্যাক্সার ভায়া রয়টার্স (via REUTERS)
3/5কাবুলে তালিবান যোদ্ধাদের প্রবেশের খবর শুনতেই আতঙ্কে কাবুল বিমানবন্দরগামী হন কাবুলের বহু মানুষ। এককালে আমেরিকা বা ন্যাটোভুক্ত দেশের সঙ্গে কাজ করা আফগানরা জীবনের আশঙ্কায় পরিবার নিয়ে পৌঁছে যান বিমানবন্দরে। ছবি সৌজন্যে ম্যাক্সার ভায়া রয়টার্স (via REUTERS)
ভিড় নিয়ন্ত্রণ করতে সোমবার সকালে কাবুল বিমানবন্দরে শূন্যে গুলি ছোড়ে মার্কিন বাহিনী। পরে ফের গুলি চলার ঘটনা সামনে আসে, তাতে মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচজনের। এই খবর ছড়িয়ে পড়তেই আরও মরিয়া হয়ে যায় মানুষ। যেনতেন প্রকারে বিমানে ওঠার চেষ্টা করে তারা। ছবি সৌজন্যে ম্যাক্সার ভায়া রয়টার্স, রানওয়েতে কয়েক হাজার মানুষ (via REUTERS)
4/5ভিড় নিয়ন্ত্রণ করতে সোমবার সকালে কাবুল বিমানবন্দরে শূন্যে গুলি ছোড়ে মার্কিন বাহিনী। পরে ফের গুলি চলার ঘটনা সামনে আসে, তাতে মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচজনের। এই খবর ছড়িয়ে পড়তেই আরও মরিয়া হয়ে যায় মানুষ। যেনতেন প্রকারে বিমানে ওঠার চেষ্টা করে তারা। ছবি সৌজন্যে ম্যাক্সার ভায়া রয়টার্স, রানওয়েতে কয়েক হাজার মানুষ (via REUTERS)
দেখা যায় বিমানে ওঠার ফ্রন্ট ডোরের সিঁড়িতে ওঠার জন্য রীতিমতো হুড়োহুড়ি করতে থাকে মানুষ। তালিবানের হাত থেকে বাঁচতে প্লেনের চাকায় চড়ে বসে প্রাণ খুইয়েছেন কিছু মানুষ।
5/5দেখা যায় বিমানে ওঠার ফ্রন্ট ডোরের সিঁড়িতে ওঠার জন্য রীতিমতো হুড়োহুড়ি করতে থাকে মানুষ। তালিবানের হাত থেকে বাঁচতে প্লেনের চাকায় চড়ে বসে প্রাণ খুইয়েছেন কিছু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.