রাজ্যে টিকা বন্টনে গড়মিল রয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী

করোনার দ্বিতীয় ঢেউতে কার্যত বিপর্যস্ত পরিস্থিতি গোটা দেশে। বিশেষজ্ঞরা সকলেই এই মারণ ভাইরাস মোকাবিলায় টিকাকরণে সব থেকে বেশি জোর দেওয়ার কথা বলছেন। সেই মতো সরকারও দেশবাসীর সার্বিক টিকা করণকে অন্যতম লক্ষ্য করে এগোচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই করোনার টিকা বন্টনে ব্যাপক গরমিল হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে শুভেন্দু অধিকারী লেখেন, বাংলায় করোনার টিকা বন্টনের গরমিল হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে অভিযোগ জানিয়েছেন বলেও উল্লেখ করেছেন।

টুইটারে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লিখেছেন, “পশ্চিমবঙ্গে করোনার টিকা বন্টনের গরমিল হচ্ছে। এই বিষয়ে আমি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে জানিয়েছি। এমনকি যে বিষয়গুলি নিয়ে আমার আশংকা হচ্ছে সেগুলি ফোন করেও জানিয়েছি হর্ষবর্ধনকে। সাধারণ মানুষের টিকা নিয়ে গড়মিল করছে রাজ্য সরকার। এই বিষয়টি নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। যত দ্রুত সম্ভব সেটা তৈরি করে আমি পাঠাচ্ছি।”

শুভেন্দু জানিয়েছেন সমস্ত বিষয় খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন বলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আশ্বাস দিয়েছেন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো। সকল রাজ্যবাসীকে করোনার টিকা দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। ইতিমধ্যে এক কোটি ৪১ লক্ষ টিকা দেওয়া হয়েছে রাজ্যবাসীকে। রাজ্য নিজের টাকায় করোনার টিকা কিনে মানুষকে দিচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মে মাসে রাজ্য ১৮ লক্ষ টিকা কিনেছে। জুন মাসেও ২২ লক্ষ টিকার ডোজ রাজ্য কিনছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১১৪ কোটি টাকা খরচ হচ্ছে করোনা টিকা কিনতে বলে জানান মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.