ঘরের মাঠে আরও এক বার হার চেন্নাই সুপার কিংসের। দলে অনেক ধরনের অসুবিধা রয়েছে। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সমস্যগুলো বুঝতে পারছেন, কিন্তু সমাধান করতে পারছেন না।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুক্রবার হেরে যায় চেন্নাই। যে ম্যাচের পর ধোনি বলেন, “এমন একটা প্রতিযোগিতায় দু’একটা সমস্যা থাকলে, সেটা সামলে নেওয়া যায়। কিন্তু বেশির ভাগ ক্রিকেটার যদি খেলতে না পারে, তা হলে বড় সমস্যা তৈরি হয়। কিছু কিছু জায়গায় বদল করা সম্ভব। সবাই ভাল খেললে বাকিদের দেখে নেওয়ার সুযোগও থাকে। তাতে কাজ না হলেও অসুবিধা হয় না। কিন্তু একই সঙ্গে চার জন ক্রিকেটার ব্যর্থ হলে সমস্যা হয়। তখন দলে বদল করতেই হয়।”
হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই যেমন তরুণ আয়ুষ মাত্রেকে খেলিয়েছিল, তেমনই সুযোগ দেয় ডেওয়াল্ড ব্রেভিসকে। মাত্রে ১৯ বলে ৩০ রান করেন। ব্রেভিস ২৫ বলে ৪২ রান করে নজর কাড়েন। কিন্তু ১৫৪ রানের বেশি করতে পারেনি চেন্নাই। ঘরের মাঠে এখনও পর্যন্ত তারা কোনও ম্যাচেই ১৬০ রানের গণ্ডি পার করতে পারেনি।
ধোনির মতে রান করতে না পারাই চেন্নাইয়ের বড় সমস্যা। তিনি বলেন, “আমরা পর পর উইকেট হারিয়েছি। প্রথম ইনিংসে ১৫৫ রান কখনও যথেষ্ট নয়। বল খুব বেশি ঘুরছিল না। পিচ থেকে পেসারেরাও খুব বেশি সাহায্য পাচ্ছিল না। আরও রান করা উচিত ছিল। খুব বেশি রান করতে পারছি না আমরা। খেলার ধরন পাল্টে গিয়েছে। বলছি না প্রতি ম্যাচে ১৮০ বা ২০০ রান করতে হবে, কিন্তু পরিস্থিতি বুঝে লড়াই করার মতো একটা রান তো করতেই হবে।”