তরুণী বধূর দেহ কবর থেকে পাঠানো হল রায়গঞ্জ হাসপাতালে, পলাতক স্বামী শ্বশুর

 কবর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠাল পুলিশ৷ শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের ইটাহারের সুরুন ১ অঞ্চলের খরস্রোতা এলাকায়।

জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম সেলিমা ইয়াসমিন পারভিন (২২)। তার বাপের বাড়ি খরস্রোতা এলাকায়। বছর চারেক আগে এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের সঙ্গে তার বিয়ে হয়েছিল৷ এরপর তাদের এক পুত্র সন্তানও হয়। কিন্তু বিয়ের পর মেয়ের ওপর অত্যাচার চলছিল বলে অভিযোগ। গত ৩ রা মে রাতে মেয়ের বাড়ির লোকজনকে শ্বশুর বাড়ির লোকেরা মেয়ের মৃত্যুর খবর দেয়৷ দু:সংবাদ জেনে রাতেই তারা মেয়ের শ্বশুর বাড়িতে ছুটে আসেন। দেখেন মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। এরপর ছেলের বাড়ির পরামর্শ মেনে সকালে মেয়ের মৃতদেহ কবরস্থ করা হয়৷

কিন্তু নিজেদের ভুল বুঝতে পেরে বৃহস্পতিবার রাতে ইটাহার থানায় জামাই ও শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন মৃত ওই গৃহবধূর বাবা-মা। এরপরেই তৎপর হয় পুলিশ। সুরুণে ঘটনাস্থলে গিয়ে শুক্রবার মৃতদেহ কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনায় মেয়েকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তুলেছে মৃতার পরিবারের সদস্যরা।

এদিকে ঘটনার পর থেকে পলাতক মৃতার অভিযুক্ত মোজাম্মেল হক সহ শ্বশুর বাড়ির লোকেরা৷ তাদের সন্ধানে তদন্তে নেমেছে ইটাহার থানার পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.