সাহিত্য সভা মঞ্চে নারীদের সংগ্রামের কথা উঠে এল শবর সম্প্রদায়ের উচ্চ শিক্ষার আঙিনায় থাকা রমনিতা শবরের বক্তব্যে। তিনিই খেড়িয়া জনজাতির মধ্যে প্রথম স্নাতক। ঝাড়খণ্ডের পটমদা কলেজ থেকে স্নাতক হন রমনিতা। পুরুলিয়ার সিধু- কানহু- বীরসা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাশ করেন। তিনি বলেন, “আরও বেশি সাংস্কৃতিক চর্চা, কবিতা, গান, লেখার মাধ্যমে নিজেদের সম্প্রদায়ের ইতিহাস জানা যাবে। আজকের দিনে তা আরও বেশি প্রাসঙ্গিক।”
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য আকাদেমি এবং সিধো- কানহো- বীরসা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে একটি বিশেষ আলোচনা ও সাহিত্য সভায় নিজেদের সম্প্রদায়ের কথা তুলে ধরেন রমনিতা। আকাদেমির সভাপতি তথা বিধায়ক, বলাগড় বিধানসভা কেন্দ্র এবং আকাদেমির সচিব ও অন্যান্য কবি, সাহিত্যিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা ও সাহিত্য সভায় বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে ও মনোজ্ঞ মতবিনিময়ে, গানে, কবিতায়, জীবন দ্রষ্টার সৃষ্টি পাঠে, দলিত সমাজজীবনের প্রায়োগিক চর্চার নানান বিষয় আলোচনায় উঠে আসে যা আগামী দিনে এগিয়ে চলার পাথেয় হবে বলে আশাবাদী উদ্যোক্তাদের।