স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে তাঁর সঙ্গে কলহ চলছিল স্বামীর। দাম্পত্য অশান্তির জেরে শ্বশুরবাড়ি ছাড়েন বধূ। বিবাহবিচ্ছেদের মামলা শুরু হয়। আদালতে চূড়ান্ত শুনানির ঠিক আগের দিন সন্ধ্যায় মেয়েকে দেখতে যাওয়ার নাম করে শ্বশুরবাড়ি গিয়েছিলেন যুবক। তার পর গুলি করে খুন করেন স্ত্রীকে।
নদিয়ার হাঁসখালির ২০২২ সালের সেই খুনের মামলায় শাস্তি ঘোষণা করল আদালত। স্ত্রী সুজাতা বিশ্বাসকে খুনের দায়ে ত্রিশূল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিল রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালত।
রানাঘাটের হাঁসখালি এলাকার বাসিন্দা ত্রিশূল এবং সুজাতার সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। তাঁদের দু’টি কন্যাসন্তান রয়েছে। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যে ত্রিশূল এবং সুজাতার দাম্পত্য কলহ শুরু হয়। রানাঘাট আদালতে বিবাহবিচ্ছেদের মামলা রুজু হয়। তার চূড়ান্ত শুনানি ছিল ২০২২ সালের ১৫ জুলাই। কিন্তু তাঁর আগের দিন খুন হন সুজাতা।
স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার হন ত্রিশূল। আদালত সূত্রের খবর, সে দিন রাতে সুজাতার বাপের বাড়িতে মেয়েকে বাইকে করে পৌঁছে দিতে গিয়েছিলেন ত্রিশূল। কিন্তু স্ত্রী বাড়ি থেকে বেরতেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন যুবক। গুরুতর অবস্থায় সুজাতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে।
ওই খুনের মামলায় প্রধান সাক্ষী ছিলেন সুজাতার বোন। সুজাতা যখন ঘর থেকে বেরিয়েছিলেন, তখন বোন ছিলেন পিছনেই। তাঁর সাক্ষ্য এবং অন্যান্য তথ্যপ্রমাণের মাধ্যমে ত্রিশূলকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার আসামির শাস্তি ঘোষণা হয়।